• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
গাজীপুরের শ্রীপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার মুলাইদ গ্রামের মো. ফারুক খানের বহুতল ভবনের নিচ তলার এক কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত মো. ইসরাফিল (১৭) শেরপুরের ঝিনাইগাতি থানার হলদি গ্রামের মো. মফিজুল হকের ছেলে ও মোছা. রোকেয়া খাতুন (১৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার পস্তারি গ্রামের আবুল কাশেমের মেয়ে। জানা যায়, প্রেমের সম্পর্কে জড়িয়ে গত ৭-৮ মাস আগে তারা পরিবারের অমতে বিয়ে করেন। শ্রীপুরের মুলাইদ গ্রামের মো. ফারুক হোসেনের বহুতল ভবনে ভাড়া থেকে ইসরাফিল স্থানীয় একটি ওয়ার্কশপে ও রোকেয়া স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। নিহত ইসরাফিলের বাবা মফিজুল হক জানান, পাশাপাশি ফ্লাটে বসবাস করতেন তারা। পরিবারের রান্নার কাজ তারা ইসরাফিলের ফ্লাটে করতেন। শুক্রবার সকালে ইসরাফিলের ফ্লাটের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে যান এবং ইসরাফিলকে ওড়নায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় এবং রোকেয়ার মরদেহ খাটের ওপর বিছানায় দেখতে পান। পরে পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল, ‘মা-বাবা আমাকে মাফ করে দিও, আমি তোমাদের সঙ্গে থাকতে পারলাম না। আমার জান আমার জন্য ফাঁসিতে ঝুলেছে। তাই আমি থাকতে পারলাম না। আমি কাউকে দোষারোপ করি না। কারও কোনো দোষ নেই। আমার জান আমার জন্য অপেক্ষা করতাছে। সবাই ভালো থাকবা। মো. ইসরাফিল। মা আমার পাশে রোকেয়ার কবর দিও মা। মা আমি জানি না আমার জান কেন ফাঁস দিল। তার জন্য সম্পন্ন আমি দায়ী। এতে কারও কোনো দোষ নাই।’ কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেন জানান, খবর পেয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী রোকেয়া আত্মহত্যা করার পর তার শোকে স্বামী ইসরাফিল আত্মহত্যা করেছে। আমরা সুইসাইড নোট সংগ্রহ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে

হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার
দিনজপুরের হিলি সীমান্তের ডাংগাপাড়া চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।  শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা হিলিগামী বাস শাহী এন্টারপ্রাইজে (বাস নম্বর-ঢাকা-ব-১৪-৯২২৭) তল্লাশি করে মালিকবিহীন এসব কোকেন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।  অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, একটি বাসে কিছু অবৈধ মালামাল আসবে। পরে সেখানে সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে ব্যাটালিয়ানের একটি বিশেষ টহল দল ডাংগাপাড়া এলাকায় অবস্থান করেন। এ সময় শাহী নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। অভিযানে দুই কেজি কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
১৭ ঘণ্টা আগে

সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
বলিউডের ‘ভাইজান’ খ্যাত সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে গত ১৪ এপ্রিল চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। এদিন ভোর ৫টার দিকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে গুজরাটের ভুজ থেকে দুর্বৃত্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। তখনই উদ্ধার হয়েছিল হামলায় ব্যবহার করা একটি পিস্তল। এবার তাপি নদী থেকে উদ্ধার হয়েছে আরও একটি পিস্তল; সঙ্গে তিনটি ম্যাগজিন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হযেছে, পুলিশের মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা অস্ত্রের পাশাপাশি ৩টি ম্যাগাজিন উদ্ধার করেছেন। গত ২২ এপ্রিল থেকেই শুরু হয়েছিল তল্লাশি অভিযান। এখন পর্যন্ত মোট ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন এবং ১৩টি বুলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ সালমানের বাড়ি থেকে এক কিলোমিটারেরও বেশি দূর থেকে একটি বাইকও উদ্ধার করেছে। সন্দেহ করা হচ্ছে, হামলাকারী দুজনে ওই বাইকে চেপেই এসেছিল। ১২ জন কর্মকর্তা এবং এনকাউন্টার স্পেশ্যালিস্ট সিনিয়ার পুলিশ ইনস্পেক্টার দয়া নায়ক এ অভিযান পরিচালনা করছেন। স্কুবা ড্রাইভার দিয়ে চলছে তল্লাশি। এ ঘটনায় এরই মধ্যে ভিকি গুপ্ত ও সাগর পালকে গ্রেপ্তার করা হয়েছে। বান্দ্রা এলাকায় বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি চলানোর পর থেকেই ভারতজুড়ে তোলপাড় শুরু হয়। পুরো ঘটনার ভিডিও সিসিটিভিতে উঠে এসেছে। ফুটেজে দেখা যায়, দুই বন্দুকধারীর মধ্যে একজন অভিনেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সন্দেহভাজন দুই ব্যক্তিই বাইকে থাকাকালে ব্যাকপ্যাক নিয়ে ছিলেন এবং পরিচয় গোপনের জন্য টুপি পরা ছিল। গত ১৩ এপ্রিল সাগর নামের এক হামলাকারীর হাতে রাতেই অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। কিন্তু কে তাকে পিস্তুল দিয়েছিল সেটা এখনও অজানা। তবে অভিনেতার বাড়িতে হামলার জন্য তাদের ১ লাখ রুপি অগ্রিম হিসেবে দেওয়া হয়েছিল বলে দাবি করে পুলিশ। প্রাথমিকভাবে তদন্ত থেকে পুলিশ জানায়, সালমানকে খুন করার কোনো পরিকল্পনা ছিল না হামলাকারীদের। শুধুমাত্র তাকে ভয় দেখানোই উদ্দেশ্য ছিল দুর্বৃত্তদের। বলিউড ভাইজানের এ প্রাণনাশের হুমকির নেপথ্যে কে? এ প্রশ্নের উত্তরে বারবার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর নাম উঠে এসেছে। এর আগেও একাধিকবার এমন হুমকি এসেছে।
২০ ঘণ্টা আগে

ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশু মো. জুনায়েদ মিয়ার (১০) মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে চাঁদপুর নৌ ফয়ার সার্ভিস ডুবুরি দল।  বুধবার (২৪ এপ্রিল) দুপুরে চাঁদপুর নতুন বাজার-পুরান বাজার সেতুর নিচে জুনায়েদের মরদেহ ভেসে উঠলে নৌ ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে জুনায়েদ নদীর পাড়ে বেধে রাখা নৌকা থেকে লাফ দিয়ে গোসল করতে নামলে ডুবে নিখোঁজ হয়।  পুরান বাজার ডিগ্রি কলেজ এলাকার বাসিন্দা মো. নাছির উদ্দিনের ছেলে জুনায়েদ। সে স্থানীয় একটি মাদরাসায় পড়ালেখা করতো।  ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মো. মুসলিম মিয়াজী বলেন, সংবাদ পেয়ে ঘটনার দিন দুপুর পৌনে ৩টায় নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হন এবং কার্যক্রম শুরু করে। ওই সময় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ডুবুরি দলও। দুটি ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি। বুধবার সকাল ৮টা থেকে উদ্ধার কার্যক্রম চালানো হয়। দুপুর দেড়টার দিকে ব্রিজের নিচে জুনায়েদের মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর নৌ ইউনিটের সদস্যরা মরদেহ উদ্ধার করে পরিবাবের কাছে হস্তান্তর করে।
২৪ এপ্রিল ২০২৪, ২২:১০

চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
চাঁদপুরে পৃথক স্থান থেকে লিটন গাজী (৩৪) ও আরিফ (২৬) নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) দুপুরে ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।  পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়। লিটন গাজী সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের মৃত সিরাজ গাজীর ছেলে। অপরজন আরিফ সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। লিটনের শাশুড়ি হাজেরা বেগম বলেন, সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামে নিজ বাড়িতে একা থাকতেন লিটন। রোববার তাকে অনেকবার ফোন করলেও রিসিভ করেননি। এরপর ছোট জামাইকে সঙ্গে নিয়ে লিটনের বাড়িতে গিয়ে দেখতে পাই সে মাটিতে পড়ে আছে। স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন। পরে চাঁদপুর সদর মডেল থানার এসআই কুদ্দুস ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহজাহান জানান, আরিফ নামের ওই যুবক মানসিক ভারসাম্যহীন রোগী বলে পরিবারের স্বজনরা জানিয়েছেন। তিনি ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। এ ছাড়াও তার একটি সন্তান রয়েছে। রোববার রাতে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুটিই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ছাড়া পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়েরের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
২৩ এপ্রিল ২০২৪, ১২:৪৬

অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
কক্সবাজারের টেকনাফের শিলখালী পাহাড়ি এলাকা থেকে একদিন পর পল্লী চিকিৎসকসহ দুজনকে উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি। তিনি বলেন, পাহাড়ে পুলিশের অভিযানের মুখে পল্লী চিকিৎসকসহ দুজনকে রেখে পালিয়ে যান অপহরণকারীরা। পরে তাদের উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুর হোয়াইক্যং সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসকসহ ওই দুজনকে অপহরণ করেন দুর্বৃত্তরা। অপহৃত পল্লী চিকিৎসক জহির উদ্দিন (৫২) উখিয়ার থাইংখালী এলাকার মাওলানা জাকের হোসেনের ছেলে। অপরজনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। অপহরণের শিকার জহির উদ্দিনের ছোট ভাই সাংবাদিক কমরুদ্দিন মুকুল জানান, তার ভাই শাপলাপুর এলাকায় প্রতিদিনের মতো চেম্বার শেষ করে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে একজন যাত্রীও ছিলেন। পথিমধ্যে শামলাপুর-হোয়াইক্যং সড়কে আসলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়। পরে অটোরিকশাচালক বিষয়টি পরিবারকে জানায়। এরপর থেকে ফোনে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করতে থাকেন অপহরণকারীরা।   প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১২০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬২ জন স্থানীয় বাসিন্দা। বাকিরা রোহিঙ্গা নাগরিক।
২৩ এপ্রিল ২০২৪, ০৯:৪৫

খাটের নিচ থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
নড়াইল সদরের গোবরা গ্রামে ভাড়াটিয়ার খাটের নিচ থেকে ইতি (৩৬) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রোববার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। খুন হওয়া নারীর স্বামীর নাম শফিকুল গাজী। তিনি লোহাগড়া উপজেলার মিঠাপুর মাদরাসার ইমাম হিসেবে কর্মরত। স্থানীয় সূত্রে জানা গেছে, ইতি বেগমের কোনো সন্তান নেই। গত ১৮ এপ্রিল স্বামী শফিকুল গাজী কর্মস্থলে চলে যাওয়ার পরে তিনি একাই বাড়িতে অবস্থান করছিলেন। নিজ ঘরের পাশেই বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বারইপাড়া গ্রামের মনিরুল ইসলাম নামে একজন ভাড়াটিয়া থাকতেন। নিহতের স্বামী বাড়িতে স্ত্রীর খোঁজ করলে তার মোবাইলে কোনো যোগাযোগ করতে পারেননি। এ সময় প্রতিবেশীদের মাধ্যমে স্ত্রীর খোঁজ নিতে চাইলে তার ঘর তালাবদ্ধ দেখে বাইরে খোঁজাখুঁজি করতে থাকেন। দুদিন ধরে ওই নারীর বসবাসের ঘর এবং ভাড়াটিয়া মনিরুলের ঘর তালাবদ্ধ দেখতে পাওয়া যায়। ২১ এপ্রিল বিকেলে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে এলাকার লোকেরা স্বামী শফিকুল গাজী ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ভাড়াটিয়া মনিরুলের ঘরের তালা ভেঙে খাটের নিচ থেকে ইতির গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) জামিল কবির জানান, আমরা ভাড়াটিয়া মনিরুলকে সন্দেহ করছি। তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২২ এপ্রিল ২০২৪, ১৫:১২

গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
নওগাঁর বদলগাছীতে অঞ্জুম নুরে ঐশী (১৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের গৃহবধূর নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।  নিহত গৃহবধূর ওই গ্ৰামের ইমরান হোসেনের স্ত্রী। বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে স্থানীয়দের মাধ্যমে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি জানতে পারে পুলিশ। এরপর ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহটি উদ্ধারের সময় ওই গৃহবধূর গলায় দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী ইমরানকে আটক করা হয়েছে।  
২১ এপ্রিল ২০২৪, ১৬:০৩

চেয়ারম্যান প্রার্থীকে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার, যা মিলল
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থী, তার ভাই ও এক আওয়ামী লীগ নেতাকে অপহরণ কাজে ব্যবহৃত কালো রঙের হাইস মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার চকপুর গ্রামে বাড়ির গ্যারেজ থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত আতাউর রহমান (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত রবিউল্লাহ প্রামাণিকের ছেলে। সন্ধ্যা ৭টার দিকে নাটোর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গত ১৫ এপ্রিল নাটোর জেলা নির্বাচন কমিশন অফিসের সামনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেন পাশার মনোনয়নপত্র জমাদানে বাধা, মারধর ও অপহরণের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর তাকে বাড়ির সামনে গুরুতর আহত অবস্থায় ফেলে যান অপহরণকারীরা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে সুমন আহমেদ নামের একজন ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আদালতে বলেন, লুৎফুল হাবিব রুবেলের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধর করেন তারা। তাদের সঙ্গে কে কে ছিলেন তাও স্বীকার করেন তিনি। তবে এ ঘটনার পর থেকে অপহরণকাজে ব্যবহৃত মাইক্রোবাসটিকে উদ্ধার করা যাচ্ছিল না। এর আগে মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে আহতের ভাই মজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, সিংড়া উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামির দেওয়া তথ্যমতে অপহরণকাজে ব্যবহৃত কালো রঙের মাইক্রোবাসটি তার বাড়ির গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসের ভেতর তল্লাশি করে দুটি চায়না চাপাতি, একটি চায়না টিপ চাকু, একটি বার্মিজ কাটার, দুটি দেশীয় রামদা, দুটি স্টিলের পাইপ, দুটি স্টাম্প, একটি চাপাতি ও ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির কাগজপত্র জব্দ করা হয়। পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গাড়ির প্রকৃত মালিক কে তা জানার জন্য বিআরটিএকে জানানো হয়েছে। 
২১ এপ্রিল ২০২৪, ১২:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়