• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে যাবে না বিএনপি: নজরুল

রাজশাহী প্রতিনিধি

  ১৩ এপ্রিল ২০১৮, ২০:৫০

খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

নজরুল ইসলাম খান বলেন, সরকার যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে, তা শুধু নিরপেক্ষ সরকারের অধীনেই সম্ভব হবে। তাই বর্তমান সংসদ বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল প্রতিবাদ সভা বা প্রচারণা করতে না পারা গণতন্ত্রহীনতা। কোনো ধরনের সভা-সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে না। দেয়া হলেও তা নামমাত্র।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি বরকতুল্লাহ বুলু, খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি এবং বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক শাস্তি প্রদানের প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১৫ এপ্রিল রাজশাহী মহানগর বিএনপির ডাকা সমাবেশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির
বিএনপির আরও চার নেতা বহিষ্কার
‘অনেক চেষ্টা করেও বিএনপি নেতারা লু’র সঙ্গে দেখা করতে পারেননি’
কুড়িগ্রামে বিএনপির চার নেতা বহিষ্কার
X
Fresh