• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পৃথিবীর বাইরের ছবি দেখতে চান?

তথ্য প্রযুক্তি ডেস্ক:

  ২৫ অক্টোবর ২০১৭, ২১:১৫

গুগল ম্যাপ। এ অ্যাপ্লিকেশনটি পৃথিবীর নানা জায়গা ও সেখানে পৌঁছানোর রাস্তা দেখিয়ে আমাদের সাহায্য করে। তবে এবার গুগল ম্যাপ দেখাবে পৃথিবীর বাইরের ছবিও। বিষয়টি বিস্ময়কর হলেও সত্যিই গুগল ম্যাপে এখন থেকে দেখতে পাওয়া যাবে সৌর জগতের নানা গ্রহ, নক্ষত্র, চন্দ্র।

অবাক হওয়ার মতোই ব্যাপার। শনি গ্রহের নিজস্ব চন্দ্র যেমন এনকেলেডাস, টাইটান ও মিমাসকেও দেখা যাবে বলে দাবি করেছেন গুগলের প্রডাক্ট ম্যানেজার স্ট্যাফোর্ড মারকার্ড।

একটি ব্লগপোস্টে তিনি লিখেছেন, নিজের ঘরে বসেই মানুষ দেখতে পাবেন এনকেলেডাসের বরফে ঢাকা উপত্যকা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০ বছর আগে কেপ ক্যানাভেরল থেকে ক্যালিনি নামে যে মহাকাশযান তৈরি করা হয়েছিল, তার মূল কাজ ছিল শনি গ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। তা থেকে বৈজ্ঞানিকদের হাতে এসে পৌঁছায় প্রায় পাঁচ লাখ ছবি। এই গ্রহগুলো ও চাঁদের খুব কাছাকাছি এবার নিয়ে যাবে গুগল। ছবিতে পৃথিবীর বাইরের বিভিন্ন পাহাড়, আগ্নেয়গিরির মুখ ও সমতল ভূমি দেখা যাবে।

চলতি সপ্তাহের গুগলের ঘোষণা করা এ ফিচারটিতে গ্রহসংক্রান্ত মোট ১৭টি ম্যাপের মাধ্যমে ঘরে বসেই দেখা যাবে বুধ, শুক্র, পৃথিবী মঙ্গলসহ মহাকাশের বিভিন্ন প্রান্তের ছবি গুলো।

এর পাশাপাশি এক নজরে আন্তর্জাতিক স্পেসস্টেশনের ভেতরের ছবিও দেখা যাবে। আর আগে চলতি বছরের জুলাইয়ে স্পেসস্টেশনের ভেতরের স্ট্রিট ভিউ ফিচার সবার জন্য উন্মুক্ত করে গুগল।

পৃথিবীর বাইরের ছবি ​দেখার জন্য ক্লিক করুন

এপি/ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে ২০০ টুকরা করার পর সুবিধা জানতে গুগলের দ্বারস্থ যুবক
ফ্রান্সে গুগলের ২৫০ মিলিয়ন ইউরো জরিমানা
ক্রোম ব্রাউজারে ভয়ংকর ত্রুটি, আপনি নিরাপদ তো?
জেমিনির ভুলে বিপাকে গুগল সিইও, হারাতে পারেন চাকরি 
X
Fresh