• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জানুয়ারি ২০১৮, ১৫:৫০

শুক্রবার (২৬ জানুয়ারি) ১৮ তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে এবারের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদের গ্র্যান্ড খতিব শাইখ ড. ইক্করমা সাইদ আবদুল্লাহ সাবরি।

সম্মেলনে বিশ্ব বিখ্যাত ক্বারিগণ মুসল্লিদের কুরআন তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করেন।

কুরআন তেলাওয়াত করেন, মিশরের ড. আহমাদ আহমাদ নাইমা। ইরানের বিখ্যাত ক্বারি সাইয়্যেদ জাওয়াদ হোসাইনি,
--------------------------------------------------------
আরওপড়ুন: মৃত্যুচিন্তা মানুষকে অপরাধ থেকে দূরে রাখে
--------------------------------------------------------

সিরিয়ার মুনশিদ, মুতাসিম বিল্লাহ আল আসালি, আলজেরিয়ার রিয়াদ্ব আল জাযায়েরি।আর সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ক্বারি আহমাদ বিন ইউসুল আল আযহারী।

এর আগে গেল বুধবার সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন আল আকসা মসজিদের গ্র্যান্ড খতিব শাইখ ড. ইক্করমা সাইদ আবদুল্লাহ সাবরি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইকরা) এর ভাইস-প্রেসিডেন্ট শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী ও ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের কর্মকর্তা নূর আব্দেল কারীম।

আগামীকাল ২৮ জানুয়ারি চট্টগ্রাম শহরের দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনেও যোগ দিচ্ছেন শাইখ ড. ইক্করমা সাইদ আবদুল্লাহ সাবরি। তিনি সেখানে এশার নামাজের ইমামতিও করবেন।

ক্বিরাত সম্মেলন অনুষ্ঠানটির আয়োজন করেছে আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইকরা)। আর এর সার্বিক সহযোগিতায় রয়েছে পিএইচপি ফ্যামিলি।


আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
X
Fresh