• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফিদেল কাস্ত্রোর বিখ্যাত উক্তি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ নভেম্বর ২০১৬, ১৩:২৯

আমাকে বন্দি করো। ইতিহাস আমাকে মুক্ত করবে। (১৯৫৩)

আমি ৮২ জনকে নিয়ে বিপ্লব শুরু করেছি। যদি আবার বিপ্লব করতে হয়, ১০ বা ১৫ জনকে নিয়ে করতে পারবো। তুমি কতো ছোট সেনা ব্যাপার না, গুরুত্বপূর্ণ হলো তোমার বিশ্বাস এবং কাজের পরিকল্পনা। (১৯৫৯)

বিপ্লব কোনো পুষ্পশয্যা নয়। বিপ্লব হলো ভবিষ্যৎ এবং অতীতের মধ্যে সংগ্রাম। (১৯৫৯)

সিগারেটের বক্সের সবচেয়ে ভালো ব্যবহার হতে পারে, তোমার শত্রুর হাতে সেটা দিয়ে দেয়া। (১৯৮৫)

বিল্পবের একটি উল্লেখযোগ্য সুবিধা হলো, আমাদের পতিতারাও কলেজ গ্রাজুয়েটস। (২০০৩)

আমি উপলব্ধি করেছি আমার সত্যিকারের ডেসটিনি হলো যুদ্ধ, আর সেটা আমেরিকার সঙ্গে। (২০০৪)

৮০ বছরে আসতে পেরে আমি খুশি। আমি এটা আশা করিনি। বিশ্বের শক্তিধর প্রতিবেশী থাকার পরও এটা আশা করিনি। যারা প্রতিদিন আমাকে মেরে ফেলতে চেষ্টা করছে। (২০০৬)

আমরা কোনো উন্নত পুঁজিবাদী রাষ্ট্র নই, যার নেতা মুদ্রাস্ফীতি আর বেকারত্বের সমাধান খুঁজতে ব্যস্ত। আমরা সমাজতান্ত্রিক হিসেবে আছি এবং থাকবো। (২০০৮)

আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়।

এফএস/ এস

মন্তব্য করুন

daraz
  • ফিচার এর পাঠক প্রিয়
X
Fresh