• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাবা তোমার অস্তিত্ব তাড়া করে

অনলাইন ডেস্ক
  ০২ জুলাই ২০১৬, ১৩:৫৭

বাবা তুমি নেই। এ কথাটি আমি মেনে নিতে পারিনি। তোমার অস্তিত্ব সব সময় আমাকে তাড়া করে। বাবা তুমি চলে যাবার পর আমার মনে হয়েছে, তুমি গ্রামের বাড়িতে আছো। যখন বাড়ি গিয়ে না পেলাম মনে হয়েছে তুমি শহরের বাড়িতে গেছো। বার বার আমার নিজের সাথে এ ছলনা করতে হয়েছে। কারণ তুমি ছাড়া যে আমি কিছুই চিন্তা করতে পারি না। কিন্তু এক দিন আমি হেরে গেলাম আমার কাছে। বাবা তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। বাবা তুমি সত্যিই আমাকে ছেড়ে চলে গেলে।

বাবা তখন আমার বয়স কত ছিল জানিনা। আমার স্পস্ট মনে আছে আমাকে আর মোশাররফকে নিয়ে তুমি চিড়িয়াখানা দেখাতে গিয়েছিলে। সেই এক অজপাড়া থেকে ঢাকায় আসাটি আমার প্রথম কিনা না তাও মনে নেই। তবে আমার যখন হাত ভেঙে ছিল, বাবা তখন তুমি ঢাকা নিয়ে এসেছেলে এটিও মনে পড়ে। আমার মনে আছে বাবা তুমি আমাকে হাসপাতল থেকে আবার ডাক্তারে চেম্বারে নিয়ে গিয়ে ছিলে। শুধু জানতে আমার জন্য আরো উন্নত চিকিৎসা আছে কিনা। সেই একই কথা ডাক্তার বলে দিল ব্যায়ম করলেই আমি ভাল হয়ে যাবো।

বাবা কোন স্বপ্ন তোমাকে জাগিয়ে তুলেছিল জানিনা। তবে এইটুকু বলবো তোমার মত বাবা না হলে আমার উচ্চশিক্ষা গ্রহণ করতে পারতাম না। বাবা তুমি ছিলে ধর্মের প্রতি অবিচল, তোমার সিদ্ধান্তে ছিলে অটুট। তা না হলে গ্রামের অনেকেই তোমাকে বলেছিল সবাইকে ( সব ছেলেকে) এতো লেখা-পড়া শিখিয়ে কী হবে। একজনকে এনে সংসারের হাল ধরাও। কিন্তু বাবা তুমি তাদের কথায় কান দেওনি। তারা তো জানত না তোমার স্বপ্ন যে অনেক বড়। আজ গ্রামের সবাই বুঝেছে তোমার প্রজ্ঞার কথা।

বাবা যখন আমি বড় হলাম তখন মনে হতো, তুমি ছোট হয়ে গেছো। যেন আমিই তোমার বাবা। অনেক কিছু নিয়ে তুমি আমার সাথে শেয়ার করতে। অনেক সময় তোমার রাগ বা অভিমান আমাকে ভাঙতে হতো।

বাবা তুমি তো সারাটা জীবন আমাদের জন্য করেই গেলে, তোমার জন্য কিছুই করতে পারলাম না। বাবা আমি দেখেছি শতকষ্টেও তুমি ভেঙে পড়নি। কখন সন্তানদের বুঝতে দাওনি। তোমার ছায়া ছিল অনেক বড়। আমাদের চাওয়া বা প্রয়োজন কোন দিন তোমার সেই ছায়া অতিক্রম করতে পারেনি।

বাবা যখন আমি তোমার জন্য কিছু করবো, তখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে। অনেক দূরে, যেখান থেকে কেউ আর ফিরে আসেনা। বাবা প্রায়ই তোমাকে স্বপ্নের মাঝে দেখি। ঘুম ভেঙে গেলে মনে হয় স্বপ্নটি কেন আরো দীর্ঘায়িত হলো না। তা হলে আরো বেশি সময় তোমার সাথে থাকতে পারতাম।

বাবা তোমাকে বলছি, তুমি চলে যাওয়ার পর আমি বড় একা হয়ে পড়েছি। তোমার অস্তিত্ব আমাকে তাড়া করে। আমি তোমায় প্রতিদিন অনুভব করি। কারণ, আমার কষ্ট তোমার মতো করে আর কেউ বুঝতে চেষ্টা করে না। দিন যাচ্ছে, তোমার শূন্যতা বড় হচ্ছে। আল্লাহ তোমাকে জান্নাত দান করুন। এই দোয়াই করি।

মন্তব্য করুন

daraz
  • ফিচার এর পাঠক প্রিয়
X
Fresh