• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অসৌজন্যমূলক আচরণে শাবি’র দুই শিক্ষকের শাস্তি

শাবি সংবাদদাতা

  ১৬ অক্টোবর ২০১৮, ২১:৩৪

সহকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে শাস্তি দেয়া হয়েছে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ২১০তম সিন্ডিকেট সভায় এ শাস্তি দেয়া হয়।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের দুই শিক্ষককে বিভিন্নভাবে শাস্তি দেয়া হয়। বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জন করার এক বছর পর অধ্যাপক হওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেয়া হয়।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক আমিনা পারভীন জানান, কয়েক মাস আগে পিএমই বিভাগের সভায় বিভাগীয় প্রধান অন্য আরেক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন। আর এই অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. শফিকুল ইসলাম সিন্ডিকেটের সিদ্ধান্তটি জানেন না বলে জানান। এছাড়া ড. রফিকুল ইসলামকে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবি ছাত্রলীগের সভাপতি খলিল, সম্পাদক সজিব
শাবিপ্রবির পিএসএস সোসাইটির ভিপি মোবাশ্বির, সম্পাদক মমিন
শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল, সম্পাদক অসীম
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কমিটিতে শাবির দুই অধ্যাপক
X
Fresh