• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৬০ শিক্ষার্থীর নামে ঢাবি প্রশাসনের মামলা

মামলার প্রতিবাদে গভীর রাতে দুই ঢাবি শিক্ষার্থীর অবস্থান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জানুয়ারি ২০১৮, ১১:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় ঘেরাওয়ের সময় ফটক ভাংচুরের ঘটনায় ৬০ শিক্ষার্থীর নামে মামলার প্রতিবাদে গভীর রাত থেকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন দুই ছাত্র।

বৃহস্পতিবার রাত ২টা থেকে টিএসসির সামনে ভাস্কর্যের বেদীর ধাপে অবস্থান নেন ওই শিক্ষার্থীরা।

তারা হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র রাজীব কুমার দাশ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তৃতীয় বর্ষের মাহির শাহরিয়ার রেজা।

রাজীব দাস আরটিভি অনলাইনকে বলেন, 'ছাত্রী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছি। আমিও ওই দিনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভাংচুর করেছি, আন্দোলন করেছি। প্রশাসন, পুলিশ আমাকে গ্রেপ্তার করুক।'

তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় নিপীড়কদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রতিবাদকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে। এই প্রক্টরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।'

ঢাকার সাত সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সোমবার উপাচার্যের কার্যালয়ের সামনে চড়াও হয় ছাত্রলীগ। ওই দিন ছাত্রলীগ কর্মীরা ছাত্রীদের নিপীড়ন করে।

এর প্রতিবাদে বুধবার প্রক্টর কার্যালয় ঘেরাও করতে যায় একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্র ইউনিয়নসহ বামপন্থী দলগুলোর নেতাকর্মীদেরও ওই কর্মসূচিতে দেখা যায়।

শিক্ষার্থীদের আসতে দেখে ওই কার্যালয়ের ফটকে তালা আটকে দেওয়া হলে শিক্ষার্থীরা কলাপসিবল গেইট ভেঙে ফেলেন। ‘ছাত্রী নিপীড়নে’ জড়িত ছাত্রলীগের আট নেতাকর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার এবং ছাত্র প্রতিনিধিদের নিয়ে তদন্ত কমিটি করে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন প্রকাশের দাবিতে প্রক্টরকে সাড়ে চার ঘণ্টা তারা অবরুদ্ধ করে রাখেন।

পরে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান প্রক্টর। উপাচার্য মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সেখান থেকে ফিরে যায় আন্দোলনকারীরা।

এই পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. কামরুল আহসান খান ফটক ভাংচুরের ঘটনায় বৃহস্পতিবার বিকালে শাহবাগ থানায় মামলা করেন। কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয় সেখানে।

এ বিষয়ে ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি তুহিন কান্তি দাশ আরটিভি অনলাইনকে বলেন, 'এই প্রক্টর শুরু থেকেই শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসছে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ নেতাদের দিয়ে হামলা-নির্যাতন করিয়েছে।'

তিনি বলেন, 'প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে দমিয়ে রাখতে পারবে না। বরং আন্দোলনের গতি বাড়বে দ্বিগুণ।'

আরও পড়ুন

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
X
Fresh