• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

ঢাবির ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিককে থানায় সোপর্দ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৮, ০৯:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম সমন্বয়ক মশিউর রহমান সাদিককে থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, সাদিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় দেয়া হয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার।

--------------------------------------------------------
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শুরু ২ এপ্রিল
--------------------------------------------------------

এর আগে সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের অবস্থান কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক আল আমীন তাকে টেনে হেচড়ে ভিসি কক্ষে নিয়ে যান। সেখান থেকে তাকে প্রক্টরের কক্ষে নিয়ে সহকারী প্রক্টররা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

উপাচার্য কার্যালয়ের অবস্থান কর্মসূচির সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগকর্মীরা নির্যাতন করে বলে অভিযোগ করেন তারা।

মশিউর সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের ছাত্র। অধিভুক্ত সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তিনি ফেসবুকে ইভেন্ট খুলে আন্দোলনের ডাক দেন।

আরও পড়ুন

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবি অধ্যাপকের পিএইচডি জালিয়াতি তদন্তে কমিটি
ছাত্রীদের যৌন হয়রানি: ঢাবির অধ্যাপককে অব্যাহতি
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পতাকা হাতে ছাত্রলীগের পদযাত্রা
ঢাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা
X
Fresh