• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ছুরিকাঘাতে আহত রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি

চট্টগ্রাম প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫১

মিয়ানমার থেকে ছুরিকাঘাতে আহত হয়ে পালিয়ে আসা এক যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

আহত রোহিঙ্গার নাম আব্দুর রহিম (২৫)। সে রাখাইন রাজ্যের মংডুর আকিয়াবের বাসিন্দা।
বিষয়টি আরটিভি অনলাইনকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার।

তিনি বলেন, ছুরিকাঘাতে আহত হয়ে রহিম বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, এ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত ১৪৬ রোহিঙ্গা চিকিৎসা নিয়েছেন। যার মধ্যে ৫৬ জন চিকিৎসা নিয়ে ফেরত গেছেন এবং ৬ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি ৬ জন পলাতক রয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
X
Fresh