• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৫

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে বন্দর নগরীর চট্টগ্রামের নিম্নাঞ্চলগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে শুলকবহর, দুই নম্বর গেইট, বহদ্দারহাট, চান্দগাঁও, চকবাজার, আগ্রাবাদ এক্সেস রোড, শান্তিবাগ, ব্যাপারিপাড়া, মুহরিপাড়া, বড়পোল, ছোটপোল এবং হালিশহরসহ নগরীর নিচু স্থানগুলোতে হাঁটু পানি জমে গেছে।

টানা বৃষ্টিতে সড়কে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন কম চলাচল করছে। ফলে সকাল থেকে কর্মস্থলে যাওয়া মানুষ ও স্কুলশিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

রোববার সকাল ৯টা পর্যন্ত ৪৪ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তঞ্চ্যাঙ্গা।

পতেঙ্গা আবহওয়া অফিস জানায়, শনিবার দুপুর ১২টা থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
X
Fresh