• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ আগস্ট ২০১৮, ১৯:৩৬

সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপ। বোরবার এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর সিএনএন।

ভূমিকম্পের ফলে আতঙ্কিত হয়ে পড়ে লোকজন। তারা ঘর থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর পরই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুনামির সতর্কতা জারি করা হয়। এছাড়া স্থানীয়দের উঁচু কোনও স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়।

যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কারণে উত্তর লম্বক, বালির পূর্ব এবং উত্তরাংশ, পূর্ব জাভার উত্তরভাগসহ দেশের একাধিক স্থানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের আশেপাশে থাকা পর্যটকদের সরিয়ে আনা হচ্ছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। পর্যটনশিল্পের জন্য বিখ্যাত বালি দ্বীপ থেকে এই দ্বীপ ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। উৎপত্তিস্থল ছিল সাত কিলোমিটার গভীরে।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে বন্যায় ১৫ জনের মৃত্যু
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম
X
Fresh