• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

স্পাইক্যাম পর্নের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় নারীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ আগস্ট ২০১৮, ১৪:৩৮

গোপন ক্যামেরা বা স্পাইক্যাম পর্নের বিরুদ্ধে শনিবার দক্ষিণ কোরিয়ায় হাজার হাজার নারী বিক্ষোভ করেছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের অপরাধের বিরুদ্ধে দেশটিতে বেশ কয়েকটি বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। খবর স্ট্রেইটস টাইমসের।

বৈশ্বিক #মিটু আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গেল মে মাসে থেকেই বিক্ষোভ করে যাচ্ছেন দেশটির নারীরা। তবে সাম্প্রতিক এই বিক্ষোভগুলোর মধ্যে সংখ্যার বিচারে শনিবারেরটি ছিল সবচেয়ে বড়।

প্রযুক্তিগত উন্নত দেশটির অনেক পুরুষই গোপন ক্যামেরায় স্কুল, অফিস, ট্রেন এমনকি টয়লেটেও নারীদের ভিডিও ধারণ করেন। এসব ঘটনা কয়েকবার শিরোনামেরও জন্ম দিয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : চীনে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় নিহত ২০
-------------------------------------------------------

আয়োজকরা জানিয়েছে, গ্রীষ্মের নজিরবিহীন গরমের মধ্যে শনিবার ৩৭ ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রা উপেক্ষা করেও ওই বিক্ষোভে ৭০ হাজার নারী অংশ নিয়েছে। যা গেলো মাসে অংশ নেয়া বিক্ষোভকারীদের চেয়েও ১০ হাজার বেশি।

বিক্ষোভকারী নারীরা শহরের গোয়াঙ্গওয়ামুন প্লাজার সামনে জড়ো হয়ে ‘দেশে নারীদের টয়লেটে স্পাইক্যামে ভর্তি! প্লিজ প্লিজ এই অপরাধের বিরুদ্ধে অভিযান করুন’এমন স্লোগান দিতে থাকেন।

এসময় বিক্ষোভকারীদের হাতে ‘আমরা এভাবে আর থাকতে পারি না’ এবং ‘দক্ষিণ কোরিয়া: স্পাইক্যামের জাতি’লেখা ব্যানার দেখা যায়।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি
দক্ষিণ কোরিয়ায় যেতে ইচ্ছুকদের জন্য সুসংবাদ
দক্ষিণ কোরিয়া চলচ্চিত্র উৎসবে জাজের ‘ময়না’
গীতিকার শিনসাডংয়ের মরদেহ উদ্ধার
X
Fresh