• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খুন হওয়া রাশিয়ার সেই ভিন্নমতাবলম্বী সাংবাদিক বেঁচে আছেন

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ মে ২০১৮, ২১:২২

রাশিয়ার এক ভিন্নমতাবলম্বী সাংবাদিককে ইউক্রেনের কিয়েভে গুলি করে হত্যা করা হয়েছে। ওই সাংবাদিকের নাম আর্কাডি বেবচেঙ্কো(৪১)। এমন তথ্য দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এমন প্রকাশ করলেও বিষয়টি মিথ্যে। বেঁচে আছেন আর্কাডি বেবচেঙ্কো। বুধবার তিনি ইউক্রেনের একটি টেলিভিশনে সংবাদিকদের মুখোমুখি হয়েছেন। খবর বিবিসি।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরে বলা হয়েছিল, বেবচেঙ্কোকে তার ফ্ল্যাটের প্রবেশ পথে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্ত্রী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : প্রায় ১৯ ঘণ্টার ননস্টপ ফ্লাইট চালু করছে সিঙ্গাপুর এয়ারলাইন্স
--------------------------------------------------------

এই সাংবাদিককের স্ত্রী জানান, ২০১৬ সালে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে বেবচেঙ্কো লেখালেখি করেছিলেন। এ জন্য তাকে হুমকি দেওয়ায় তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

বেবচেঙ্কো প্রাণের ভয়ে রাশিয়া ত্যাগ করে প্রথমে প্রাগে যান। এরপর তিনি ইউক্রেনের রাজধানীতে বসবাস শুরু করেন। সাংবাদিক বেবচেঙ্কো রাশিয়ার সরকারের একজন বলিষ্ঠ সমোলোচক।

জানা গেছে, তিনি রাশিয়ার একটি মিডিয়ার যুদ্ধ বিষয়ক প্রতিবেদক ছিলেন। ইউক্রেনের কিয়েভে তিনি এটিআর টিভি তে একজন নিউজ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এফডিসিতে মারামারি, যা বললেন অঞ্জনা
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
X
Fresh