• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

ইন্দোনেশিয়ায় গির্জায় হামলার নেপথ্যে আইএস প্রভাবিত এক পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মে ২০১৮, ২১:০৩

ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরে তিনটি গির্জায় চালানো আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন। এছাড়া আহত হয়েছেন ৪০ জনের বেশি। এই হামলার নেপথ্যে ছিল আইএস প্রভাবিত এক পরিবার। মা-বাবা-ছেলে-মেয়েসহ পরিবারের সবাই মিলে একসঙ্গে তিনটি গির্জায় হামলা চালায়। খবর বিবিসি।

হামলার ঘটনার তদন্তকারী কর্তৃপক্ষ জানায়, পরিবারটির ৬ জন সদস্য এ আত্মঘাতী হামলার সঙ্গে জড়িত।

বালি দ্বীপে ২০০৫ সালের সন্ত্রাসী হামলার পর ইন্দোনেশিয়াতে এটাই এ ধরনের সবচেয়ে বড় হামলা। ওই পরিবারের সব সদস্য মিলে এই হামলাগুলো চালিয়েছে। দুই সন্তানকে নিয়ে মা একটি গির্জায় হামলা চালায়। আর বাবা এবং তিন ছেলে আরও দুটি হামলায় অংশ নেন। অন্যদিকে বাবা বিস্ফোরক-ভর্তি একটি গাড়ি নিয়ে যান পেন্টেকোস্টাল গির্জার কাছে। তারপর হামলাটি চালানো হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানকে সুপার জেট দেবে রাশিয়া
--------------------------------------------------------

পুলিশ জানায়, মায়ের সঙ্গে ছিল তার দুই মেয়ে। তাদের বয়স ৯ ও ১২। তারা তাদের শরীরে বোমা বেঁধে আরেকটি গির্জায় গিয়ে নিজেদের উড়িয়ে দেয়। ছেলেদের বয়স ১৬ এবং ১৮। তারা হামলা চালায় মোটর সাইকেলে করে।

ইসলামিক স্টেট এসব হামলায় দায় স্বীকার করেছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
আইএসও সনদ পেল ২২ প্রতিষ্ঠান
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন ও সেনাপ্রাঙ্গণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে বন্যায় ১৫ জনের মৃত্যু
X
Fresh