• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

সৈনিকের হাতের ভেতর জন্ম নেয়া কান প্রতিস্থাপিত

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ মে ২০১৮, ১৭:৪১

শামিকা বুরাজ। এই মহিলা সৈনিক দুই বছর আগে আমেরিকার টেক্সাসে এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। জ্ঞান ফিরে তিনি বুঝতে পান তার বাম কান নেই।

২১ বছরের শামিকা বুরাজ এখন ফিরে পেতে চলেছেন তার সেই হারানো কান। দেশটির সেনাবাহিনীর এক প্লাস্টিক সার্জন শামিকা বুরাজের হাতের ভেতর জন্ম দিয়েছেন নতুন কান। খবর সিএনএন।

বিরল এবং অসাধারণ পদ্ধতিতে জন্ম দেয়া হয়েছে এই কানের। তার শরীরের বাম হাতে বেড়ে ওঠে এই কানটি। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরের উইলিয়াম ব্যুমন্ট আর্মি মেডিকেল সেন্টারের আর্মি সার্জনরা এই বিরল সার্জারিটি করেছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় ইমামকে হত্যা করে মসজিদে আগুন দিলো দুর্বৃত্তরা
--------------------------------------------------------

২০১৬ সালে দুর্ঘটনায় নিজের কান হারিয়েছিলেন শামিকা বুরাজ। তখন তার বয়স ছিল ১৯ বছর। ২১ বছর বয়সে শামিকা ফিরে পেতে চলেছেন তার সেই হারানো কান।

গত সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে শামিকার কান প্রতিস্থাপন করা হয়েছে। অস্ত্রোপচারটি সফল হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসকরা। উইলিয়াম ব্যুমন্ট আর্মি মেডিকেল সেন্টারের আর্মি সার্জনরা এই অপারেশন পরিচালনা করেন।

এ নিয়ে শামিকা বুরাজ বলেন, আমি খুব উত্তেজনা বোধ করছি। সবকিছুর জন্য অনেক সময় লেগেছে। আমি আবার ফিরে আসছি।

তিনি আরও বলেন, আমার আরও দুটি সার্জারি বাকি আছে। আশা করছি সব ঠিকঠাক মতো হবে।

আরও পড়ুন :

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে শ্রেণিকক্ষে ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি 
চোর সন্দেহে মারধরের পর ছাদ থেকে ধাক্কা, অতঃপর...
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
X
Fresh