• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

ধর্ষণের দায়ে স্বঘোষিত ধর্মগুরু আসারামের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ এপ্রিল ২০১৮, ১৫:৫৪

নাবালিকা ধর্ষণের ঘটনায় স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুক যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত। ২০১৩ সালে একটি ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ছিল এই ধর্মগুরুর বিরুদ্ধে। পাশাপাশি ধর্ষণ, শিশু নির্যাতন, নারী পাচারের মতো গুরুতর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এর আগে আজ বুধবার সকালে রাজস্থানের যোধপুর সেন্ট্রাল জেলে বন্দি আসারামকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই দিনই শোনানো হলো সাজাও।

আসারামের সঙ্গে আরও দুই অভিযুক্ত শিবা ও শিল্পীকেও দোষী সাব্যস্ত করেছে আদালত। তাদের প্রত্যেককে ২০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তবে বাকি দুই অভিযুক্ত শরদ ও প্রকাশকে অব্যাহতি দেয়া হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : শ্যাম্পুর বদলে পেলেন ২০টি নতুন পাসপোর্ট!
--------------------------------------------------------

যদিও সাক্ষীদের হত্যা করে এই মামলা প্রভাবিত করার চেষ্টা হয়েছে বারবার। নয়জন সাক্ষীর ওপর বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটেছে। এদের মধ্যে তিনজন প্রাণ হারিয়েছেন। আসারামের ব্যক্তিগত চিকিৎসক অম্রুত প্রজাপত, রাঁধুনি অখিল গুপ্তা ও অপর এক সাক্ষী ক্রিপাল সিংকে গুলি করে হত্যা করা হয়।

যে আইনে আসারামকে সাজা দেয়া হয়েছে সেটিতে ন্যূনতম শাস্তি ১০ বছর। আর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। এদিকে আসারামের বিরুদ্ধে গুজরাটে আরও একটি মামলা চলছে।

এর আগে গেলো বছরের আগস্টে ভারতের আরেক স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিংকে ধর্ষণের দায়ে ২০ বছরের সাজা দেন আদালত।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
তানভীর-জেসমিনের যাবজ্জীবন কারাদণ্ড
অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড 
X
Fresh