• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

জার্মানিতে গাড়ি হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ এপ্রিল ২০১৮, ০৯:০১

জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া প্রদেশের মুনস্টার শহরে শনিবার একটি রেস্টুরেন্টের বাইরে ভিড়ে মধ্যে গাড়ি তুলে দেয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। পরে ওই চালক গাড়িতে থাকাবস্থায়ই আত্মহত্যা করেন। খবর নিউ ইয়র্ক ম্যাগাজিন, বিবিসির।

কর্তৃপক্ষ জানাচ্ছে, তারা এই হামলার সঙ্গে কোনো জঙ্গি সম্পৃক্ততা খুঁজে পাননি।

নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হারবেট রুয়েল বলেছেন, তদন্তকারীরা প্রাথমিকভাবে সন্দেহ করছেন যে হামলাকারী একজন জার্মান নাগরিক।

--------------------------------------------------------
আরও পড়ুন : দিল্লিতে ৩৪৫ যাত্রী নিয়ে রুশ বিমানের জরুরি অবতরণ
--------------------------------------------------------

তিনি বলেন, ওই হামলায় দুইজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে গাড়ি হামলায় তিনজন নিহত হওয়ার কথা জানিয়েছিল পুলিশ।

কর্মকর্তারা জানাচ্ছেন, শনিবার স্থানীয় সময় বেলা ৩টা ২৭ মিনিটে ধূসর ভিডব্লিউ ভ্যানটি একটি রেস্টুরেন্টে আসা ব্যক্তিদের ওপর তুলে দেয় হামলাকারী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পর্যটকদের কাছে জনপ্রিয় শহরটির একটি রেস্টুরেন্টে অনেক গতিতে ওই গাড়িটি মানুষজনের ওপর তুলে দেয়া হয়। হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, চেয়ার-টেবিলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এদিকে ওই গাড়ির ভেতর থেকে একটি প্যাকেজ পাওয়ার পর ওই এলাকা দ্রুত খালি করে ফেলা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকেও ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়। অন্যদিকে সম্ভাব্য বিস্ফোরকের খোঁজে চালকের অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়েছে তদন্তকারীরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানাচ্ছে, ওই হামলার সঙ্গে আরও দুইজন জড়িত থাকতে পারে। যদিও এটি নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জার্মানিতে ৬ বছরের এক শিশুর সন্ধানে ১২০০ জন
মণিপুরে জঙ্গিদের বোমা হামলায় নিহত দুই জওয়ান
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
‘পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই’
X
Fresh