• ঢাকা বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

চাকরির পড়াশোনা: পর্ব-৫

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ এপ্রিল ২০১৮, ১৬:৪৭

দেশে দিন দিন বাড়ছে বেকার। বিশেষ করে শিক্ষিত বেকার বাড়ছে আশঙ্কাজনক হারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, বেকারের সংখ্যা এখনো ২৬ লাখের বেশি। যদিও জাতিসংঘের উন্নয়ন সংস্থা’র মতে, দেশে বেকার কমপক্ষে দেড় কোটি মানুষ। চাকরিপ্রত্যাশীদের জন্য তাই নিয়মিত পড়াশোনার আয়োজন করেছে আরটিভি অনলাইন।

১। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়-

ক) ৮ মে

খ) ৭ এপ্রিল

গ) ৯ এপ্রিল

ঘ) ১৮ এপ্রিল

২। বাংলাদেশের চিকিৎসকদের হেপাটাইটিস-বি ভাইরাসের সর্বাধিক কার্যকর চিকিৎসা-

ক) স্টেম ব্লাড থেরাপি

খ) ব্লাড সেল থেরাপি

গ) স্টেম সেল থেরাপি

ঘ) লিভার স্টেম থেরাপি

৩। জাতিসংঘের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকারবিষয়ক কমিটির সভাপতি-

ক) এমা ওয়াটসন

খ) অড্রে আজুলেই

গ) ইরিনা বোকোভা

ঘ) মিসেস মারিয়া ভার্জিনিয়া ব্রাস গোমেজ

৪। রোবোটিক কন্যা সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠান-

ক) রিও টিন্টো

খ) হংকং হ্যানসন রোবোটিক্স

গ) বিএইচপি

ঘ) আর্কাইস

৫। বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার দেশদ্রোহী ঘোষণা করে মৃত্যুদণ্ড রায় দেয়-

ক) ৬ ফেব্রুয়ারি, ১৯৭০

খ) ৫ জানয়ারি, ১৯৭০

গ) ৭ সেপ্টম্বর, ১৯৭১

ঘ) ১০ সেপ্টেম্বর, ১৯৭১

৬। শেখ হাসিনাকে 'দেশরত্ন' উপাধিতে ভূষিত করেন -

ক) হুমায়ুন আহমেদ

খ) হুমায়ুন আজাদ

গ) অমিয় চক্রবর্তী

ঘ) সৈয়দ শামসুল হক

৭। চীন-ভারতের বিরোধপূর্ণ দোকলামের অবস্থান-

ক) দ্রোমো অঞ্চলে

খ) সিকিমে

গ) ওয়ালংয়ে

ঘ) টুটিংয়ে

৮। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়-

ক) ৩ বছরের জন্য

খ) ৫ বছরের জন্য

গ) ৬ বছরের জন্য

ঘ) ২ বছরের জন্য।

৯। নিরাপত্তা পরিষদের সভাপতি কত সময়ের জন্য নির্বাচিত হয়?

ক) ২ বছরের জন্য

খ) ৫ বছরের জন্য

গ) ১ বছরের জন্য

ঘ) ১ মাসের জন্য

১০। দেশের সর্বোচ্চ উচ্চতার বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্ভোধন করা হয়েছে কোথায়?

ক) কুয়াইশ, চট্টগ্রাম

খ) রায়পুর, লক্ষ্মীপুর

গ) সীতাকুণ্ড, চট্টগ্রাম

ঘ) টঙ্গী, গাজীপুর

উত্তর- ১-খ, ২-গ, ৩-ঘ, ৪-খ, ৫-গ, ৬-ঘ, ৭-ক, ৮-ঘ, ৯-ঘ, ১০-ক

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাগল বাঁচাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
এসএসসি উত্তীর্ণরা পাবেন ৬০ হাজার টাকা, আবেদন যেভাবে
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, নেবে একাধিক
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৫ মে)
X
Fresh