• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

দলিতদের ‘ভারত বন্ধ’ আন্দোলনের মিছিলে গুলি, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ এপ্রিল ২০১৮, ১৩:২৩

সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে দলিত সম্প্রদায়ের ডাকা ‘ভারত বন্ধ’আন্দোলনে অচল উত্তর ভারতের কয়েকটি রাজ্য। সোমবার থেকে শুরু হওয়া এ আন্দোলনে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৯ জন। খবর দৈনিক আনন্দবাজার পত্রিকার।

সংঘর্ষে মধ্যপ্রদেশে এক ছাত্রনেতাসহ ৬ জন, উত্তরপ্রদেশে দুজন এবং রাজস্থানের আলওয়ারে একজন নিহত হয়েছে। পাঞ্জাব ও ঝাড়খন্ডেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। শুধু উত্তরপ্রদেশেই ৪০ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৭৫ জন আহত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঞ্জাবে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। বন্ধ রয়েছে সড়কে যান চলাচল। স্থানীয় সরকার এদিন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দশম ও দ্বাদশ শ্রেণির পূর্বনির্ধারিত পরীক্ষাও স্থগিত করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে বিমান হামলায় নিহত ৭০
--------------------------------------------------------

দলিত বিক্ষোভকারীরা রেললাইন অবরোধ করায় বিহার, উড়িষ্যা, পাঞ্জাব ও রাজস্থানের কিছু কিছু এলাকায় রেল চলাচল ব্যাহত হয়।

ভারতের দলিত সম্প্রদায় সুপ্রিম কোর্টের এক আদেশের বিরুদ্ধে বিক্ষোভ করছে। তাদের অভিযোগ, ওই আদেশের ফলে সম্প্রদায়টির সুরক্ষায় প্রণীত একটি আইন দুর্বল হয়ে যাবে।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
জাবিতে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
রাজধানীতে ছাত্রদলের মিছিল
দীর্ঘ হচ্ছে আগুনে মৃত্যুর মিছিল, অবহেলায় অপরাধীরা অধরা
X
Fresh