• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ইমামকে ভারতরত্ন দেয়ার দাবি কবীর সুমনের

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ এপ্রিল ২০১৮, ১৭:০৫

আসানসোলের নুরানি মসজিদের ইমাম মহোদয়কে ভারতরত্ন দেয়ার দাবি জানিয়েছেন ভারতীয় বাংলা গানের জনপ্রিয় গায়ক কবীর সুমন। গতকাল শনিবার সকাল ৯টা ৪৪ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন দাবি করেন এই নন্দিত গায়ক।

কবীর সুমন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে লিখেছেন, সাচ্চা মানুষ নুরানি মসজিদের ইমাম, যার ছেলেকে ওইভাবে খুন করলো হিন্দুত্বের অভিভাবকরা। এই ইমাম সাহেবকে ভারতরত্ন দেয়া হবে না? সব রাজনৈতিক দলের, বিশেষ করে এ রাজ্যের তৃণমূল, সিপিআইএম, বিজেপি, নকশালপন্থী বিপ্লবীরা কী বলেন?

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে রেলপাড় এলাকা থেকে নিখোঁজ হয় ইমাম রশিদির ১৬ বছরের ছেলে শিবতুল্লা রশিদি। বুধবার তার মরদেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার রাতে ছেলের জানাজার সময় তিনি আসানসোলবাসীর কাছে শান্তির আহ্বান জানান।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘আমি শান্তি চাই, ছেলের মৃত্যুর কারণ জানতে চাই না’
--------------------------------------------------------

ইমাম বলেন, কোনো প্রতিহিংসা নয়। প্রতিশোধ নিতে যদি কারোর মৃত্যু ঘটানো হয়, তাহলে আমি এই শহর ছেড়ে চলে যাব। আমি তোমাদের সঙ্গে ৩০ বছর ধরে আছি। আমাকে যদি তোমরা ভালোবাস তাহলে আর কাউকে যেন এভাবে মরতে না হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের লোকসভা নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেসের হয়ে কবীর সুমন কলকাতার যাদবপুরের সাংসদ হয়েছিলেন।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসামি ধরতে গিয়ে ইমামকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ঘোড়ার গাড়িতে চড়িয়ে ইমামকে রাজকীয় বিদায়
রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান এম ইউ কবীর চৌধুরী
মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু
X
Fresh