• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

‘অবাধ্য’ প্রিন্সের ভাতা কমালো বেলজিয়াম পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ এপ্রিল ২০১৮, ১৪:২৯

সরকারের অনুমতি ছাড়া চীন দূতাবাসের একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ায় বেলজিয়ামের প্রিন্স লরেন্টের মাসিক ভাতা কমিয়ে দিয়েছে দেশটির পার্লামেন্ট। নৌবাহিনীর পোশাকে প্রিন্স লরেন্ট ওই অনুষ্ঠানে যোগ দেয়ায় এই ভাতা এক বছরের জন্য কমিয়ে আনা হয়। খবর বিবিসির।

তবে তার ভাতা কমাতে বেলজিয়ামের আইনপ্রণেতাদের উদ্দেশ্যে আবেগঘন চিঠি লিখেন প্রিন্স। কিন্তু তাতেও মন গলেনি আইনপ্রণেতাদের।

পার্লামেন্টের ওই ভোটাভুটিতে আইনপ্রণেতারা প্রিন্সের বার্ষিক ভাতার ১৫ শতাংশ ছেঁটে দেয়ার পক্ষে ভোট দিয়েছেন। প্রিন্স লরেন্ট এখন বার্ষিক তিন লাখ সাত হাজার ইউরো ভাতা পান। প্রিন্সের ভাতা কমানোর প্রস্তাব প্রথম দেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল।

--------------------------------------------------------
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
--------------------------------------------------------

কোনো ধরনের কূটনৈতিক তৎপরতা চালানোর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেয়ার ব্যাপারে প্রিন্সকে আগেই সতর্ক করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মাইকেল। তবে সেটি অমান্য করে প্রিন্স চীনা দূতাবাসের ওই অনুষ্ঠানে যোগ দেন। এমনকি ওই অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের একটি ছবি টুইটও করেন।

রাজা ফিলিপসের ছোট ভাই প্রিন্স লরেন্ট তার দীর্ঘ চিঠিতে লিখেন, রাজপরিবারের সদস্য হিসেবে জীবিকা নির্বাহের জন্য তিনি কোনো কাজ করতে পারেন না। তাই তিনি তার ভাতা না কমাতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক বাড়ি দুই দেশে (ভিডিও)
সিইসির বেতন-ভাতা প্রসঙ্গে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন 
শতভাগ কারখানায় বেতন-ভাতা পরিশোধ : বিজিএমইএ
X
Fresh