• ঢাকা সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে কুমিরের গলায় ফুলের মালা!

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ মার্চ ২০১৮, ১৫:৫৫

কুমির হচ্ছে সেই প্রাণী যা কিনা উভয়চর প্রাণীদের মাঝে অন্যতম হিংস্র শিকারি প্রাণী। আর ওই হিংস্র প্রাণী কুমির পাকিস্তানের প্রাচীনতম সিদি গোষ্ঠীর কাছে খুবই পবিত্র। কুমিরের গলায় ফুলের মালা আর গায়ে রঙিন পাউডার মেখে কুমিরকে খুশি করার চেষ্টা করে ওই গোষ্ঠীর মানুষজন। খবর বিবিসি।

এই উৎসবটি হয়েছে করাচিতে। সুফি সাধু পীর মানঘো’র দরগায়। যিনি এই সিদি জনগোষ্ঠীর কাছে একজন সাধু হিসেবে বিবেচিত।

এখানে সবচেয়ে পুরনো কুমিরটির নাম মর সোয়াব। ওই কুমিরকে রান্না করা মাংস ও পুডিং খাওয়ানো হয়। সিদিরা বিশ্বাস করেন কুমির হচ্ছে তাদের পীরের অবতার। তাদের (কুমির) আছে রহস্যময় ক্ষমতা। প্রাণীটির প্রতি তারা শ্রদ্ধা জানায়। মনে করে এটি তাদের পীরের আমলের কুমিরের বংশধর।

প্রত্নতত্ত্ববিদরা মনে করেন মাঙ্গোফিরে বহু শতাব্দী ধরে কুমির ছিল। সিদিরা ড্রাম বাজিয়ে, নাচ-গান করে তাদের শেকড়ের সন্ধানে উৎসব করে।

বার্ষিক এই উৎসব সাত বছর ধরে বন্ধ ছিল অপরাধ ও জঙ্গি তৎপরতা বেড়ে যাবার কারণে। এখানে সুফিবাদ খুবই জনপ্রিয়।

উল্লেখ্য, ধারণা করা হয় এই সিদি গোষ্ঠী এসেছে আফ্রিকা থেকে।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের সড়কে ছিনতাই-ডাকাতি থামছেই না
পাকিস্তানে ঘুমন্ত ৭ নাপিতকে গুলি করে হত্যা 
বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
একনজরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি
X
Fresh