• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

৯০ পর্যটক আটকা পড়েন ক্যাবল কারে

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২৮

যান্ত্রিক গোলযোগের কারণে চার ঘণ্টা ধরে ক্যাবল কারের ভেতরে আটকা পড়েছিলেন প্রায় ৯০ জন পর্যটক। রোববার এমন ঘটনা ঘটেছে মালয়েশিয়ার ল্যাংকাউয়ি রিসোর্টে। খবর এনডিটিভি।

সোমবার ল্যাংকাউয়ি রিসোর্টে কর্মকর্তারা জানিয়েছেন, ক্যাবল কারে পদ্ধতিগত ত্রুটির কারণে এমন সমস্যা হয়েছে।

ল্যাংকাউয়ি উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আজিযান নোরদিন জানিয়েছেন, ৯০ পর্যটক মূল স্টেশনে এসে পৌঁছান। তারা ক্যাবল কারে কয়েক ঘণ্টা ধরে আটকা ছিলেন।

শিনহুয়া নিউজের এক খবরে বলা হয়েছে, পর্যটকরা আটকা পড়ার পর পরই সেখানে প্রযুক্তিবিদদের পাঠানো হয়। প্রযুক্তিগত ত্রুটির কারণেই ক্যাবল কারগুলোর চলাচল বাধাগ্রস্ত হয়।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে ফ্রান্সের আল্পস পর্বতমালায় কয়েক হাজার ফুট উঁচুতে কয়েকটি ক্যাবল কারে আটকা পড়েছিল অন্তত ৩৩ পর্যটক। যদিও পরে ওই পর্যটকদের উদ্ধার করা হয়েছিল।

আরও পড়ুন:

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় কেমন আছেন বাংলাদেশি শ্রমিকরা
মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
দার্জিলিং বেড়াতে গিয়ে বাংলাদেশি পর্যটকের মৃত্যু
এক ভিসায় সৌদিসহ ৬ দেশ ভ্রমণের সুযোগ
X
Fresh