• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে ইহুদিদের ছাড়িয়ে যাচ্ছে মুসলিমরা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৬ জানুয়ারি ২০১৮, ১৮:১৮

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় বলা হয়েছে ২০৪০ সালে যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্মাবলম্বীদের অবস্থান হবে দ্বিতীয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রথমে রয়েছে খ্রীস্টান ধর্মাবলম্বী ও পরেই অবস্থান করছে ইহুদিরা।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে আমেরিকায় মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ছিল ৩.৪৫ মিলিয়ন যা মোট জনসংখ্যার শতকরা ১.১ ভাগ।

২০১৫ সালে দেখা যায় যুক্তরাষ্ট্রে মুসলিমদের সংখ্যা মোট জনসংখ্যার ১ শতাংশ ছিল। পক্ষান্তরে ইহুদি জনগোষ্ঠীর পরিমাণ ছিল ১.৮ শতাংশ। ৫ বছর আগে মুসলিম জনগোষ্ঠীর এই সংখ্যা ছিল ০.৯ শতাংশ। গবেষণায় দেখানো হয়, আগামী দুই দশকে মুসলিমদের সংখ্যা দাঁড়াবে ১.৮ শতাংশ। মুসলিম জনগোষ্ঠীর মোট পরিণাম হবে ৮০ লাখের বেশি। ওই সময় ইহুদি জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে ১.৪ শতাংশ।

--------------------------------------------------------
আরও পড়ুন: পটকা মাছ না খেতে জাপানে সতর্কতা
--------------------------------------------------------

গবেষণায় আরও বলা হয় সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা সবচেয়ে বেশি। এ ধারা অব্যাহত থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিসেবে মুসলমানরা আবির্ভূত হবে। আর তা ২০৪০ সালের মধ্যেই হবে।

পিউ রিসার্চ সেন্টারের পর্যবেক্ষণে দেখা গেছে, প্রতিবছর ১ লাখ মুসলিম যোগ হচ্ছে যুক্তরাষ্ট্রে। মুসলমান অভিবাসী এবং একইসঙ্গে আমেরিকান মুসলমানদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি থাকার কারণেই এমনটা হচ্ছে। ইহুদি জনগোষ্ঠীর তুলনায় মুসলমানদের সংখ্যা অনেক দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে।

যুক্তরাষ্ট্রে খ্রীষ্টানরাই বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। বর্তমানে দেশটির জনসংখ্যার শতকরা ৭১ ভাগ খ্রীষ্ট ধর্মাবলম্বী। সূত্র: আল জাজিরা।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবরাজের চোখে বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্ট
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার কারণ খোলাসা করলেন পাপন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
X
Fresh