• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

আবারো হোঁচট খেলো ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ অক্টোবর ২০১৭, ১১:১৫

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের একজন বিচারক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞা আটকে দিয়েছে। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের তৃতীয় ভ্রমণ নিষেধাজ্ঞা। যা স্থানীয় সময় বুধবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। খবর সিএনএন, বিবিসির।

বিচারক ডেরিক ওয়াটসন বলেছেন, ‘এটা জাতীয়তার ভিত্তিতে সুস্পষ্ট বৈষম্য’। তিনি বলেন, ফেডারেল অভিবাসী আইন অনুযায়ী প্রেসিডেন্টের এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা নেই।

তৃতীয় এবং সবশেষ এই সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা আটটি দেশের উপর জারি করা হয়েছিল।
নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলো হচ্ছে ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, চাদ এবং উত্তর কোরিয়া। পাশাপাশি ভেনেজুয়েলার কিছু কর্মকর্তা।

গেলো মার্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার ভ্রমণ নিষেধাজ্ঞা আটকে দিয়েছিলেন বিচারক ডেরিক ওয়াটসনই। তখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছয়টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দেশগুলো হচ্ছে ইরান, সিরিয়া, লিবিয়া, সুদান, সোমালিয়া এবং ইয়েমেন।

তবে মঙ্গলবারের ওই রুলিংয়ে উত্তর কোরিয়া এবং ভেনেজুয়েলার উপর আরোপিত নিষেধাজ্ঞায় কোনো প্রভাব ফেলবে না।

এদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এই রুলিংকে ‘মারাত্মকভাবে ক্রুটিপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছেন।

এ/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদেশ লঙ্ঘনের দায়ে জরিমানা, কারাগারেও যেতে পারেন ট্রাম্প
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
নিজেকে যে কারও চেয়ে বেশি ইসরায়েলপন্থী দাবি ট্রাম্পের
জরিপে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প
X
Fresh