• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

লন্ডন হামলায় আইএস-এর দায় স্বীকার (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ জুন ২০১৭, ১০:৩৫

লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটের হামলায় দায় স্বীকার করেছে আইএস (ইসলামিক স্টেট)। মধ্যপ্রাচ্যভিত্তিক ওই জঙ্গি সংগঠনের কথিত বার্তা সংস্থা আমাক-এ খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

লন্ডনের স্থানীয় সময় শনিবার মধ্যরাতে লন্ডনে এ হামলার ঘটনায় ৩ সন্দেহভাজন জঙ্গিসহ ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে চিকিৎসাধীন আহত ৪৮ জনের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক।

‘আমাক’ জানিয়েছে, আরব বিশ্ব থেকে ব্রিটিশ সেনাদের সরিয়ে না নেয়ার কারণেই এ হামলা।

লন্ডনের স্থানীয় সময় শনিবার মধ্যরাতে তিন ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে এবং ছুরিকাঘাতে হামলা চালায়। লন্ডন ব্রিজে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার পর বোরো মার্কেট এলাকায় হামলাকারীরা একাধিক মানুষকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে অনেকে হতাহত হয়। তবে পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়।

হামলার ঘটনায় লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ১২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। রোববার বিবৃতিতে এ গ্রেফতারে বিষয়টি জানানো হয়েছে। বার্কিং এলাকায় বেশ কিছু ঠিকানায় অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

হামলার প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। রোববার ডাউনিং স্ট্রিট প্রাঙ্গণে দেয়া এক ভাষণে তিনি বলেছেন, যথেষ্ট হয়েছে বলার সময় হয়েছে এখন।

সি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় মেয়াদে আইএসইউর উপাচার্য ড. আব্দুল আউয়াল
আইএসের হুমকি, পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদার
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আইএসের হামলার হুমকি
মস্কোর কনসার্টে হামলাকারীদের ছবি প্রকাশ করল আইএস
X
Fresh