• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধুর ভাষণ শুভর কণ্ঠে (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মে ২০১৭, ১৩:৫১

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করলেন সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।

শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে স্থানীয় বঙ্গবন্ধু কাউন্সিলের আয়োজনে এএনজেড স্টেডিয়ামে ‘আমি তোমার পিতা’ শিরোনামের নাটকটির মঞ্চায়ন হয়। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শুভ।

১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ১৭ মিনিট ভাষণ দেন। ওই ভাষণটি নিজের কণ্ঠে নাটকটিতে দিয়েছেন শুভ। যার প্রায় ৩ মিনিটের ভিডিও ধারণ করে ইউটিউবে আপ করেছেন এক দর্শক।

শুভ বলেন, এত বড় একজন নেতার ভূমিকায় অভিনয় করতে পেরে খুব ভালো লাগছে। কাজটি করতে গিয়ে আমি নিজেও আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম।দর্শকরাও নাটকটি উপভোগ করেছেন।

পথ প্রোডাকশনের পরিচালনায় নাটকটিতে শুভর সঙ্গে অভিনয় করেন অস্ট্রেলিয়ায় বসবাসরত স্থানীয় বাঙালিরা।

এ উপলক্ষে আরিফিন শুভ ৩ মে অস্ট্রেলিয়ায় যান। অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তিনি।

২০১০ সালে খিজির হায়াত খান পরিচালিত 'জাগো' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক শুভর। এরপর ভালোবাসা জিন্দাবাদ, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি, অগ্নি, তারকাঁটা, কিস্তিমাত ছুঁয়ে দিলে মন, ওয়ার্নিং, মুসাফির, অস্তিত্বসহ বেশ কিছু ছবিতে কাজ করেছেন তিনি। এ নায়কের ঢাকা অ্যাটাক, মৃত্যুপুরী'সহ কয়েকটি সিনেমা মুক্তি অপেক্ষায় রয়েছে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh