• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৩ অক্টোবর ২০১৮, ২১:৪৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা একঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি পড়ে যাত্রীরা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় ঘটে এ ঘটনা।

শ্রমিকরা জানায়, আজ সকালে বরপা এলাকায় অবস্থিত অন্তিম নিটিং ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানার ডাইং কারখানার শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ শ্রমিকদের বেতন মালিকপক্ষ থেকে আজই দেয়ার ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। পরে বিকেল পর্যন্ত মালিকপক্ষ বেতন না দেয়ায় আবার সড়ক অবরোধ করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান মনির বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। দ্রুত বেতন প্রদানের বিষয় মালিকপক্ষ সঙ্গে আমরা আলোচনা করছি।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চতুর্থ দিনেও উত্তাল চুয়েট, সড়ক অবরোধ
বকেয়া বেতনের অপেক্ষায় দিন গুনছেন হাফিজ!
বেরোবি শিক্ষার্থীর টাকা ছিনতাই, মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে পাকিস্তানে শিক্ষকদের বিক্ষোভ
X
Fresh