• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

নারীর প্রলোভন দিয়ে অপহরণ, ৪ অপহরণকারী আটক

জয়পুরহাট প্রতিনিধি

  ২৩ অক্টোবর ২০১৮, ২০:২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে নারীর প্রলোভন দিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করা মামলায় ৪ জনকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জয়পুরহাট শহরের আমতলীর জাহাঙ্গীর আলমের ছেলে পারভেজ (৩০), শান্তিনগরের নজরুল ইসলামের ছেলে শফি মাহমুদ মুন্না (৩২), হারাইল নবীনগরের রফিজুল ইসলামের ছেলে আমিনুর রহমান (২৩), নওগাঁ জেলার দুর্গাপুর এলাকার জাহিদুর রহমানের ছেলে শরিফুল ইসলাম দিপু (৩২)।

মামলা সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার সরাইল এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মিনাজ্জল এর সঙ্গে পলাতক আসামী আনোয়ার এর মোবাইলে পরিচয়ের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরই ভিত্তিতে জয়পুরহাট শহরে ২১ অক্টোবর (রোববার) মিনাজ্জলকে নারীর প্রলোভন দিয়ে সবুজনগর এলাকায় এক বাসায় ডেকে নেয় আনোয়ার। বাসায় ডাকার পর তাকে আটক করে ৫ লাখ টাকার মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে। পরবর্তীতে পাচুরচক এলাকার এক নারীর সঙ্গে নগ্ন ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। পরে মিনাজ্জলের পরিবার বিকাশের মাধ্যমে ৮০ হাজার টাকা আসামীদের পাঠালে মিনাজ্জলকে ছেড়ে দেয় আসামীরা। ছেড়ে দেয়ার পর ২২ অক্টোবর (সোমবার) মিনাজ্জল পাচঁবিবি থানায় অপহরণ ও মুক্তিপণ মামলা করলে পুলিশ অভিযানের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন এলাকা থেকে আসামীদের আটক করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন আরটিভি অনলাইনকে জানান, ১১ অপহরণকারীর বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ মামলা হয়েছে। চারজন গ্রেপ্তার হলেও বাকীদের ধরতে জোর চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অল্পতেই মুম্বাইকে আটকে রাখলো লখনৌ
ঘরের মাঠে দিল্লিকে অল্পতেই আটকে দিলো কলকাতা
উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র থেকে প্রার্থীসহ আটক ৮
X
Fresh