• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জের ধলেশ্বরীতে গরু বোঝাই ট্রলারডুবি

মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৯ আগস্ট ২০১৮, ১৭:২৯

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীতে গরু বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। আজ রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গরু ব্যাপারি, মালিক ও মাঝিসহ নয়জন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে ট্রলারে থাকা ৩৩টি গরুর মধ্যে চারটিকে জীবিত ও একটি মৃত উদ্ধার করা হয়েছে। বাকি গরুসহ ট্রলারটি নদীতে নিখোঁজ রয়েছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটির খোঁজ করছেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, টাঙ্গাইলের নাগরপুর থেকে ৩৩টি গরু নিয়ে কয়েকজন ব্যাপারি ট্রলারযোগে ঢাকার গাবতলী যাচ্ছিল। ঘিওর এলাকায় একটি ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে ডুবে যায়। এতে ট্রলারে থাকা গরু ব্যাপারিরা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন। এছাড়া চারটি গরুও সাঁতরিয়ে তীরে ওঠে এবং একটি মৃত গরু ভেসে যায়। বাকি গরুগুলো ট্রলারসহ নিখোঁজ রয়েছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মিজানুর রহমান জানান, নদীতে তীব্র স্রোতের কারণে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে। ডুবুরি দল দুই ঘণ্টা ধরে চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
বর্ষবরণ উদযাপন করল হরিরামপুর বন্ধুমঞ্চ  
মানিকগঞ্জে গঙ্গাস্নানে পুণ্যার্থীদের ঢল
প্রশংসা কুড়াচ্ছে ‘গোশত সমিতি’
X
Fresh