• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেহেরপুরে বড় ছাগলের চেয়ে ছোট ছাগলের দাম বেশি

মেহেরপুর প্রতিনিধি

  ১৯ আগস্ট ২০১৮, ১৪:৪৬

মেহেরপুরে এবারের কুরবানির পশু হাটগুলোতে বড় ছাগলের চেয়ে ছোট ছাগলের চাহিদাই বেশি।

গতকাল শনিবার বারাদীতে সবচেয়ে বড় ছাগল হাটে দেখা গেছে একই চিত্র। ছোট ছাগল মালিকরা স্বস্তিতে থাকলেও বিপাকে পড়েছেন বড় আকারের ছাগল মালিক ও ব্যাপারীরা।

জানা গেছে, সপ্তাহের প্রতি শনিবার ও বুধবার বারাদী বাজারে ছাগল হাট বসে। মাস খানেক আগ থেকেই অল্প করে কুরবানির ছাগল বেচা-কেনা শুরু হয়। গত সপ্তাহের দু’টি হাটে ব্যাপক পরিমাণ কেনা-বেচা হয়। গতকাল শনিবার বিভিন্ন আকারের ছাগলের ব্যাপক আমদানি থাকলেও হতাশায় ডুবেছেন বড় ছাগল মালিকরা।

চুয়াডাঙ্গার বড় হাপানিয়া গ্রামের ছাগল ব্যবসায়ী সাহাবুল ইসলাম একটি বড় ছাগল হাটে তুলে ছিলেন। এই ছাগলের দিকে উৎসুক মানুষের দৃষ্টি থাকলেও ব্যাপারী বা সাধারণ ক্রেতাদের দৃষ্টি ছিল না।