• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

মোটরসাইকেল চোর চক্রের ৭ জন আটক, বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

  ০১ জুলাই ২০১৮, ১২:৩৬
ছবি-সংগৃহীত

কুমিল্লায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সাতজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটককৃত অন্য আসামীরা হলেন মো. সুজন, বুড়িচং উপজেলার জনি, সবুজ, রায়হান ভুঁইয়া ইমন, জসিম, মো. ইমরান ও চান্দিনা উপজেলার মোঃ সোহেল।
--------------------------------------------------------
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ চলছে
--------------------------------------------------------

শনিবার কোতয়ালী থানার এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং নজরধারীর ভিত্তিতে নগরীর মুন হাসপাতালের সামনে থেকে আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের অন্যতম হোতা মো. সুজনকে ৭টি মাস্টার কীসহ গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬ ঘণ্টায় এই চক্রের ৭ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ইয়ামাহা আরওয়ান ফাইভ ব্র্যান্ডের ১টি, বাজাজ পালসার ৪টি, একটি করে টিভিএস এপাচি, হিরো স্প্যান্ডার, ওয়ালটন মোটর সাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সুজনের বিরুদ্ধে মোটরসাইকেল চুরি ছিনতাইসহ ৭টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর এ সার্কেল) তানভীর সালেহীন ইমন ও কোতয়ালী থানার ওসি আবু ছালাম মিয়া।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে আন্তজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
রাজধানীতে মোবাইল চোর চক্রে জড়িত ৬ ভারতীয় আটক  
জয়পুরহাটে চোর চক্রের ৫ সদস্য আটক 
X
Fresh