• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাকাগামী তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০১ জুলাই ২০১৮, ০৮:৪২

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে কলেজপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রেনের ৯টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

এদিকে লাইনচ্যুত সব ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়েছে পাশের রাস্তা ও খালে। দুর্ঘটনায় রেললাইনেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

ট্রেনটির পরিচালক আরমান হোসেন মজুমদার আরটিভি অনলাইনকে জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে আসার পরই বিকট শব্দ শুনতে পাওয়া যায়। এরপরই দেখেন ট্যাংকার লাইনচ্যুত হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: খুলনায় হঠাৎ জিবিএস ভাইরাস আতঙ্ক, একজনের মৃত্যু
--------------------------------------------------------

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার শোয়েব আহমেদ আরটিভি অনলাইনকে জানিয়েছেন, এ দুর্ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে না। ডাউন লাইনে ট্রেন চলাচল করছে।

ঘটনার খবর সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ ছুটে আসে।

ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শারফুল আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও আখাউড়ার দমকল বাহিনী খবর পেয়ে উদ্ধার কাজে ছুটে আসে।

এদিকে ট্রেনটি উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
সেফটি ট্যাংক থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীতে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
সুইপারকে বাঁচাতে সেপটিক ট্যাংকে নেমে বাড়ির মালিকেরও মৃত্যু
X
Fresh