• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিয়ে বাড়ি থেকে কনেকে অপহরণের চেষ্টা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২০ জুন ২০১৮, ১৯:২৯

বিয়ে বাড়ি থেকে এক কনেকে অপহরণের চেষ্টাকালে দুইজনকে ধরে গণধোলাই দিয়েছেন এলাকাবাসী। এসময় উত্তেজিত জনতার ধাওয়ায় আরও ৪-৫ অপহরণকারী পালিয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পাররৌহা গ্রামে এই ঘটনা ঘটে।

গণধোলাইয়ের শিকার ব্যক্তিরা হলেন- দৌলতপুর উপজেলার রৌহা গ্রামের সাদেক আলীর ছেলে আখিনুর রহমান (২০) ও সাচ্চুর ছেলে রবিউল ইসলাম (২২)।

-----------------------------------------------------------
আরও পড়ুন : রাজশাহীতে ‘গোপন বৈঠক’ থেকে বিএনপির ৯ নেতাকর্মী আটক
-----------------------------------------------------------

কনের বাবা ফজলুর রহমান জানান, প্রতিবেশী সাহাদত সরকারের ছেলে নাহিদ সরকার তার মেয়েকে কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিল। এ কারণে ভাগিনার সঙ্গে মেয়ের বিয়ের আয়োজন করেন। গতকাল সন্ধ্যার পর বরযাত্রীরা আসেন তার বাড়ি। বিয়ের আনুষ্ঠানিকতা চলার সময় রাত সাড়ে ১০টার দিকে নাহিদের নেতৃত্বে ধারালো অস্ত্র হাতে ৭-৮ জন তার বাড়িতে প্রবেশ করে। এসময় তারা কনে উর্মিকে অপহরণের চেষ্টা করে। বাধা দিতে গেলে স্বজনদের মারপিট করতে থাকে তারা।

এসময় এলাকাবাসী এসে অপহরণকারী আখিনুর ও রবিউলকে ধরে গণধোলাই দেয়। পরে তাদের রশি দিয়ে বেঁধে রাখা হয়। উত্তেজিত জনতার ধাওয়ায় অন্যরা পালিয়ে যায়।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল কুমার কর্মকার জানান, বিষয়টি কেউ এখনও পুলিশকে জানায়নি।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
‘বুবলী আগে থেকেই বিবাহিত, একটি মেয়েও আছে’
ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দিয়ে মাকে খুঁজছে মেয়ে, ফারাজ করিমের পোস্ট
স্ত্রী-মেয়েকে কুপিয়ে হত্যা, বাবা আটক
X
Fresh