• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সীতাকুণ্ডে ওজন স্কেল ভাংচুরের ঘটনায় মামলা: দুদিনেও গ্রেপ্তার নেই

সীতাকুণ্ড সংবাদদাতা

  ২১ মে ২০১৮, ১৩:৫১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ওজন স্কেল ভাংচুরের ঘটনায় গেল শনিবার রাতে সড়ক ও জনপদ(সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রবিউল হোসেন বাদী হয়ে অজ্ঞাত ২০০ জন পরিবহন শ্রমিককে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার বাদী রবিউল হোসেন আরটিভি অনলাইনকে বলেন, ওজন স্কেলের সব কয়টি কম্পিউটার সিস্টেম ভেঙে ফেলা হয়েছে। পুরো সিস্টেমটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে।

এদিকে পুরো ওজন স্কেলটি ভেঙে চুরমার করে দিয়েছে হামলাকারীরা। এ ঘটনায় সরকারের এক কোটি ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ।

--------------------------------------------------------
আরও পড়ুন : বান্দরবানে পাহাড় কাটার সময় মাটিচাপায় নিহত ৫
--------------------------------------------------------

তিনি জানান, পুরো সিস্টেমটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কখন চালু করা হবে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ১০ কর্মদিবসের মধ্যে সিস্টেমটি আবারও চালু করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

ওজন স্কেলের সিগন্যালের দায়িত্বে থাকা লোকজন গত শনিবার সকালে এক ট্রাকচালক ও তার সহকারীকে মারধরের পর মৃত্যুর গুজবে পরিবহন শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওজন স্কেল ভাংচুর করে। এসময় তারা চারটি কম্পিউটার, সার্ভার, ক্যামেরাসহ পুরো সিস্টেমটি ভাংচুর করে। ফলে বন্ধ হয়ে যায় ওজন স্কেলের কার্যক্রম।

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন আরটিভি অনলাইনকে বলেন, ওজন স্কেল ভাংচুরের ঘটনায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আরও পড়ুন :

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মামলা করায় বাদীর পরিবারে হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট
X
Fresh