• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি

  ২২ এপ্রিল ২০১৮, ১৭:৫৯

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ’র উপজেলা সংগঠক ছিয়াং ত্রিপুরা ওরফে কাতাং ত্রিপুরা (৪০) নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অনন্ত ত্রিপুরা (২৯) নামে গুলিবিদ্ধ হয়েছেন অপর এক কর্মী।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় আহতের খবর নিশ্চিত করলেও নিহত কাতাং ত্রিপুরার বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের এখনও কোনো পরিচয় জানা যায়নি।

--------------------------------------------------------
আরও পড়ুন : খাগড়াছড়িতে ৩৬ পৌরসভার মেয়রের অংশগ্রহণে ২ দিনের ওয়ার্কশপ
--------------------------------------------------------

প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমার অভিযোগ, সংগঠনটির পানছড়ি উপজেলা শাখার সংগঠক ছিয়াং ত্রিপুরা কয়েকজন সহকর্মীকে নিয়ে মরাটিলা এলাকায় দোকানে বসে ছিলেন। এ সময় জেএসএস (এমএন লারমা) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা দুটি সিএনজিতে করে গিয়ে তাদের উপর ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে ছিয়াং ত্রিপুরা মারা যান এবং অনন্ত ত্রিপুরা নামে অপর এক কর্মী গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় নিজেদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন জেএসএস (এমএন লারমা) গ্রুপের কেন্দ্রীয় এক নেতা।

এ ঘটনায় আহত অনন্ত ত্রিপুরা জানায়, ঘটনার সময় সে মরাটিলা রাস্তার মাথায় দাঁড়ানো ছিল। হঠাৎ গোলাগুলি শুরু হলে সে দৌড় দিলে তার পায়ের উপরের অংশে গুলি লাগে। আহতাবস্থায় তাকে তার প্রতিবেশি পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, গুলিবিদ্ধ যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে র‍্যাব-ডাকাত গোলাগুলি, কৃষক নিহত 
সেনা অভিযানে কুকি-চিনের দুই সন্ত্রাসী নিহত
রুমায় জঙ্গল থেকে গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধার
টিকটকার ওম ফাহাদকে বাগদাদে গুলি করে হত্যা
X
Fresh