• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হাসপাতাল কর্মচারীর আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি

  ০৭ এপ্রিল ২০১৮, ২০:৫৫

কুমিল্লার বুড়িচংয়ে ফেসবুকে চারজনকে দায়ী করে স্ট্যাটাস দিয়ে এক হাসপাতাল কর্মচারী ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এসময় তার পকেট থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নিহত বাপ্পি দাশ (৩০) কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার উত্তম দাশের ছেলে ও ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের এমএলএসএস।

--------------------------------------------------------
আরও পড়ুন : জাবিতে যশোর ছাত্রকল্যাণ সমিতির কমিটি
--------------------------------------------------------

শনিবার সকাল ১১টার দিকে ওই হাসপাতালের পরিচালকের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলায় ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ১০ বছর ধরে এমএলএসএস পদে চাকরি করে আসছেন নিহত বাপ্পি দাশ।

শনিবার সকাল ৬টা থেকে ৯টায় মধ্যে বাপ্পি দাশ তার ফেসবুকে স্ট্যাটাস দেন তার মৃত্যুর জন্য চার ব্যক্তি দায়ী। এই স্ট্যাটাস দিয়ে বাপ্পি দাশ মেডিকেল কলেজের পরিচালক অধ্যক্ষ কলিম উল্লাহর অফিস কক্ষের দরজা-জানালা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেন। পরে বেলা ১১টায় খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, বাপ্পি দাশের সঙ্গে থাকা দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। ফেসবুকে দেয়া স্ট্যাটাসগুলো তার দেয়া কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রেজাল্ট দিছে, আমি আর বাঁচতে পারলাম না’
‘সাপোর্ট করার মতো কেউ থাকলে আজকে এই মৃত্যুটা হইত না’
আমিরাতে ঋণের দায়ে প্রবাসীর আত্মহত্যা
খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা পঞ্চম শ্রেণির ছাত্রীর
X
Fresh