• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

অভিজ্ঞতার ভিত্তিতেই এইচএসসির প্রস্তুতি নেয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি

  ০১ এপ্রিল ২০১৮, ১৭:০৯

অতীতের অভিজ্ঞতার ভিত্তিতেই এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার সকালে চট্টগ্রামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

নুরুল ইসলাম নাহিদ বলেন, আশা করি সুষ্ঠু পরিবেশে ভালো পরীক্ষা হবে। এজন্য পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিসহ সবার সহযোগিতা প্রয়োজন।

--------------------------------------------------------
আরও পড়ুন: শাহ আমানতে ১৩ কেজি স্বর্ণসহ আটক ১
--------------------------------------------------------

এর আগে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করাই সরকারের প্রধান লক্ষ্য। এক্ষেত্রে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ অবদান রাখলেও কিছু প্রতিষ্ঠান প্রয়োজনীয় শর্তপূরণ করছে না।

এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, এবার ৮ বোর্ডে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ লাখ ৩৮ হাজার ১৪ শিক্ষার্থী। নিবন্ধন করেও পরীক্ষায় অংশ নিচ্ছেন না ২ লাখ ৩২ হাজার ৬৯১ শিক্ষার্থী। মাদরাসা বোর্ডে নিবন্ধন করেন ১ লাখ ১৬ হাজার ১৮২ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭৯ হাজার ৮০২ জন।

এছাড়া, কারিগরি বোর্ডে নিবন্ধন করেন ১ লাখ ১৬ হাজার ৮৯৯ শিক্ষার্থী। এই বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ৫ হাজার ৯৫ শিক্ষার্থী। এবার ছেলেদের সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ৭৩০ এবং মেয়েদের সংখ্যা ৬ লাখ ১৮ হাজার ৭২৮ জন।

আরও পড়ুন:

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপপ্রবাহে স্কুল-কলেজ বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
এইচএসসি পাসেই পেট্রোলিয়াম করপোরেশনে চাকরি
এইচএসসির ফরম পূরণের সময় বাড়লো
এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা : মাউশি
X
Fresh