• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

নড়াইলে ইটভাটার মালিককে গুলি করে হত্যার চেষ্টা

নড়াইল প্রতিনিধি

  ৩০ মার্চ ২০১৮, ১৩:৪৯

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার খান ব্রিকস এর মালিক খান কামরুজ্জামান কোমরকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লাহুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লাহুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মিল্টন জমাদ্দার নামে এক ব্যক্তি কামরুজ্জামানকে গুলি করে হত্যা চেষ্টা চালায়। এতে কামরুজ্জামানের পিঠের ডানপাশে গুলি লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় কামরুজ্জামান তার বাড়িতে গেলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত দুইটার দিকে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ইটভাটা নিয়ে ব্যবসায়িক দ্বন্দ্ব ও বিগত ইউপি নির্বাচনের রেশ ধরে কামরুজ্জামানকে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

ওসি আরও বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা
অটোরিকশায় মোটরসাইকেল থেকে ‘গুলি’, অতঃপর... 
পুকুরে পাওয়া গেল পরিত্যক্ত এলএমজি, ম্যাগাজিন ও গুলি
গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী শঙ্কামুক্ত
X
Fresh