• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জের সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০১৮, ১৮:১৭

টাকার বিনিময়ে দলিলে সই করা নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাব-রেজিস্ট্রার এছহাক আলী মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার মহাপরিদর্শক নিবন্ধন খান মো. আবদুল মান্নানের সই করা এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।

আদেশে বলা হয়, টাকার বিনিময়ে এছহাক আলী মন্ডলের দলিলে সই করার সত্যতা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে, যা সম্পূর্ণভাবে বেআইনি। অসদাচরণ ও দুর্নীতিমূলক কার্যক্রমের দায়ে প্রশাসনিক ও জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হল।

--------------------------------------------------------
আরও পড়ুন: কক্সবাজারে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
--------------------------------------------------------

কেন বিভাগীয় মামলা করে এছহাক আলীকে চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো শাস্তি দেয়া হবে না তা চিঠি পাবার সাত কার্যদিবসের মধ্যে তাকে জানাতে বলা হয়েছে এই আদেশে।

গত বৃহস্পতিবার আড়াইহাজার সাব-রেজিস্ট্রি অফিসে টাকার বিনিময়ে দলিলে সই করার ভিডিও ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, আড়াইহাজার অফিসে দায়িত্ব পালনের সময় এছহাক আলীর টেবিলের ওপরে দলিলের স্তূপ। পাশ থেকে একজন সেগুলো এক এক করে এগিয়ে দিচ্ছেন। প্রতিটি দলিলের সঙ্গে তিনি টাকা রাখছেন ড্রয়ারে। দলিলে সই করার পর টাকাগুলো নিজের প্যান্টের পকেটে ঢোকাচ্ছেন।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাত খুনের ১০ বছর : বিচার শেষ না হওয়ায় হতাশ স্বজনরা
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
আইভীর বিরুদ্ধে মামলার হুমকি হেফাজত নেতার 
X
Fresh