• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ভেঙে ফেলা হচ্ছে দুই শতাধিক বছরের পুরনো মটকা মসজিদ

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ২৩ মার্চ ২০১৮, ১০:২৮

ভেঙে ফেলা হচ্ছে লক্ষ্মীপুর জেলার পুরাকীর্তি ও ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর মটকা মসজিদ।

গতকাল বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে পৌরসভার মজুপুর গ্রামে অবস্থিত এ মসজিদটি এক্সক্যাভেটর দিয়ে ভাঙতে দেখা যায়।

মসজিদ কমিটির লোকজন বলছেন একই জায়গায় নতুন একটি মসজিদ নির্মাণ করার জন্য ভেঙে ফেলা হচ্ছে পুরাতনটি।

মসজিদের মূল ভবনটি সংস্কার করে পেছনের দুর্বল তৃতীয় তলা ভবনটি ভেঙে মূল ভবনের উত্তরের খালি জায়গাসহ নতুন ভবন তৈরি করা হবে।

বড় একটি গম্বুজবিশিষ্ট মসজিদটি স্থানীয়দের কাছে মটকা মসজিদ নামেই পরিচিত। বাংলা ১২০৬ সালে নির্মিত হয় এ মসজিদটি। তাই দুইশ ১৮ বছরের এ পুরাতন মসজিদটি ভেঙে ফেলা অনেকেই মেনে নিতে পারছেন না।

--------------------------------------------------------
আরও পড়ুন: যে কারণে নিজের থানায় জিডি করেছেন ওসি
--------------------------------------------------------

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আরটিভি অনলাইনকে বলেন, পুরাতন মসজিদে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় মসজিদ কমিটির সিদ্ধান্তে তিন তলাবিশিষ্ট নতুন মসজিদ নির্মাণ করা হবে। যেখানে তৃতীয় তলার ওপরে এ মসজিদের ন্যায় গম্বুজ (মটকা) তৈরি করা হবে।

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান আরটিভি অনলাইনকে বলেন, এই মটকা মসজিদ আমাদের ঐতিহ্য। এটাকে না ভেঙে সংরক্ষণ দরকার ছিল।

জানা যায়, বাংলা ১২০৬ সালের দুল্লুভ বাণুর দানকৃত অর্থে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। শিলালিপিতে আজও তা স্পষ্ট লেখা আছে। সময়ের প্রয়োজনে মসজিদের পূর্বাংশ বর্ধিত করা হয়। মসজিদের প্রথমাংশ বর্গাকার। ভেতরে ২৫-৩০ জন একত্রে নামাজ পড়তে পারে। মসজিদের ভেতরের দেয়ালে লতাপাতার সুন্দর কারুকাজ তখনকার দিনের নির্মাতাদের শৈল্পিক দক্ষতার কথা স্মরণ করিয়ে দেয়। মসজিদের পাশে একটি দীঘি আছে। মটকা মসজিদ এবং দীঘি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করত।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ৩ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার-বীজ বিতরণ 
রামগঞ্জে নির্বাচন প্রভাবিত করছেন এমপি, অভিযোগ ৩ প্রার্থীর
‘মনে হতো আর মায়ের কাছে ফেরা হবে না’
১৫ হাজার গাছ কাটার আয়োজন, বড় বিপর্যয়ের শঙ্কা
X
Fresh