• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

সাড়ে তিন ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৪ মার্চ ২০১৮, ১০:২০

ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার সকাল পৌনে আটটায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর সোয়া চারটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক নাসির হোসেন চৌধুরী জানান, ঘন কুয়াশার কারণে ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া চারটা থেকে সকাল পৌনে আটটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ যানবাহন।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে তালাক
‘রেজাল্ট দিছে, আমি আর বাঁচতে পারলাম না’
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
বর্ষবরণ উদযাপন করল হরিরামপুর বন্ধুমঞ্চ  
X
Fresh