• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৯ মার্চ ২০১৮, ১৪:০৩

সিরাজগঞ্জের কাজিপুরে দুপক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন।

শুক্রবার সকাল আটটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম খোকন সরকার (৫০)। তিনি কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বেলতৈল গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।

কাজিপুর থানার উপ-পরিদর্শক রকি পারভেজ জানান, বেলতৈল ইআর উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার রেজাল্ট উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীরা গেলো দুই ফেব্রুয়ারি কাজিপুরে আনন্দ মিছিল বের করে।

মিছিলে আগত ছাত্রছাত্রীদের গাড়িভাড়া নিয়ে স্কুলশিক্ষক সুলতান ও কেরানী কোবাদ শেখের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গেলো ২৬ ফেব্রুয়ারি উভয়ে পুনরায় কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে খোকন সরকারসহ অন্তত ১০ জন আহত হন।

গুরুতর আহত খোকন সরকারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় খোকন সরকারের চাচি মনোয়ারা বেগম বাদী হয়ে ২৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে কালবৈশাখীতে দেয়ালচাপায় ২ জনের মৃত্যু
কক্সবাজারে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
X
Fresh