• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

পদ্মা পারের অপেক্ষায় হাজার হাজার যানবাহন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

  ০৯ মার্চ ২০১৮, ১২:৪৭

ফেরি সংকট ও অতিরিক্ত যাত্রীর চাপে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে পদ্মা পারের অপেক্ষায় আটকে রয়েছে হাজার হাজার যানবাহন।

এতে তীব্র ভোগান্তির মধ্যে পড়েছেন গাড়ির চালক ও যাত্রীরা।

শুক্রবার ভোর থেকেই শিমুলিয়া ফেরিঘাটে যানবাহনের সারি বাড়তে থাকে। সৃষ্টি হয় দুই কিলোমিটার লম্বা যানজট।

খোঁজ নিয়ে যানা যায়, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে চারটি রো রো, ছয়টি ডাম্ব, তিনটি কে টাইপ ফেরিসহ মোট ১৬টি ফেরি চলাচল করলেও রুটটিতে ফেরি স্বল্পতা দেখা দিয়েছে। এছাড়া ছুটির কারণে ঘরমুখী মানুষের চাপে যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকা থেকে আসা ফরিদপুরগামী প্রাইভেটকারের যাত্রী মো. ওয়াশিম জানান, সকাল পাঁচটায় ঘাটে এসেছেন তিনি। প্রায় ৫ ঘণ্টা ধরে অপেক্ষায় করছেন। এখনো ফেরি লাইনের সামনে যেতে পারেননি।

মাওয়ার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-বাণিজ্য) মো. খালিদ নেওয়াজ জানান, যানবাহনের চাপ বেশি থাকায় ঘাটে অপেক্ষারত যানবাহনের চাপ বাড়ছে। এমনিতেই শুক্রবার ঘাটে চাপ থাকে বেশি।

ছুটির দিনে এই ঘাটে জনতার উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় ত্রুটি, তীব্র যানজট
ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটের কমিউটার ট্রেনের উদ্বোধন
পদ্মায় গোসলে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু  
পদ্মা সেতুতে ১৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক
X
Fresh