• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

হামলা করে প্রগতিশীল শক্তিকে রুদ্ধ করা যাবে না

রাঙামাটি প্রতিনিধি

  ০৬ মার্চ ২০১৮, ১৮:১৮

প্রগতিশীল সমাজের ওপর হামলা করে এ দেশের প্রগতিশীল শক্তিকে রুদ্ধ করা যাবে না। হুমায়ুন আজাদ, অভিজিৎ রায়সহ সকল বুদ্ধিজীবী মুক্তমনা ব্লগার ও মুক্ত চিন্তার মানুষদের হত্যাকাণ্ডের বিচার না হওয়াতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এখনও জাফর ইকবালের মতো মানুষদের ওপর হামলা করার সাহস পেয়েছে।

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন প্রগতিশীল নাগরিক সমাজের নেতারা।

তারা বলেন, বাংলাদেশ আজ বিচারহীনতার সংস্কৃতিতে ভুগছে। বারবার প্রগতিশীল যুক্তিবাদী লেখকদের ওপর তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষও আজ নিরাপদ নয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: সুস্থ চট্টগ্রামে ছিনতাইকারী দলের দুই সদস্য আটক
--------------------------------------------------------

এদেরকে কঠোর হাতে দমন করতে হবে। অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় পুরো জাতি লজ্জিত হয়েছে।

এসময় বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, বাসদ (মার্কসবাদী) জেলা শাখার সংগঠক কলিন চাকমা, উন্নয়নকর্মী ললিত সি. চাকমা, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মিশু দে, ছাত্রফ্রন্ট রাঙ্গামাটি শহর শাখার আহ্বায়ক মধু লাল তঞ্চঙ্গ্যা প্রমুখ।

এদিকে মঙ্গলবার সকালে একই দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছে রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবিলম্বে ড. জাফর ইকবালের ওপর অনাকাঙ্খিত হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রিমিয়ার ব্যাংকের এমডি মোহাম্মদ আবু জাফর
কাশ্মীরে জাফরান বাঁচাতে বৈজ্ঞানিক উদ্যোগ
দুই হাজার কোটি টাকার মাদক পাচার, প্রযোজক গ্রেপ্তার
শাকিলা জাফরের ছেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন নন্দিতা
X
Fresh