• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে ছিনতাইকারী দলের দুই সদস্য আটক

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৬ মার্চ ২০১৮, ১৭:১২

চট্টগ্রাম নগরীতে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ব্যাগ ছিনতাইকারী দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি অটোরিকশা ও চাপাতি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিভিন্ন সময়ে ছিনতাই হওয়া মালামালসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মোস্তফা (৪৫) ও সেলিম (৪৫)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ আরটিভি অনলাইনকে জানান, আটক দুইজন ছিনতাইকারী চক্রের সদস্য।

--------------------------------------------------------
আরও পড়ুন: হামলা করে প্রগতিশীল শক্তিকে রুদ্ধ করা যাবে না
--------------------------------------------------------

এই চক্রের সদস্যরা ভোরে এবং সন্ধ্যার পর নগরীর বিভিন্ন নির্জন সড়কে অটোরিকশা নিয়ে রিকশাযাত্রীদের ব্যাগ টান মেরে দ্রুত পালিয়ে যায়।

এই সংঘবদ্ধ চক্রের সদস্য ১৫-২০ জন। এর মধ্যে বর্তমানে ৪-৫ জন জেলে রয়েছে। জেল থেকে জামিনে বের হয়ে পুনরায় তারা একই কাজ শুরু করে।

আটক দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ব্যাগ টানার কাজ ছেড়ে তারা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল।

তাদের কাছ থেকে চাপাতি, চাকু এবং তিনটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে ছিনতাই হওয়া ছয়টি মোবাইল ফোন ও কয়েকটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ৭
চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম
X
Fresh