• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

সাড়ে ১৫ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৬

ভারত থেকে পাচার হয়ে আসার পর বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে সাড়ে ১৫ লাখ হুন্ডির টাকাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

সোমবার সকালে তাকে আটক করা হয়। আটক ব্যবসায়ীর নাম সাদেক (৩১)।তিনি বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মিজানুর রহমানের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক আরটিভি অনলাইনকে জানান, সাদীপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় সাদেক নামের ওই হুন্ডি ব্যবসায়ীকে আটক করে টহলরত বিজিবি। পরে তার শরীর তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় সাড়ে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

লে. কর্নেল আরিফুল হক আরও বলেন, উদ্ধারকৃত টাকাসহ মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে সাদেককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
হুন্ডির বিরুদ্ধে কঠোর অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh