• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বেনাপোলে ৬৪ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি

  ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২০

ভারত থেকে ফেরার সময় বেনাপোলে ৬৪ লাখ বাংলাদেশি টাকাসহ বাবু মিয়া (৪৩) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

বাবু মিয়া বেনাপোলের সর্বাঙ্গহুদা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণ টাকার একটি চালান নিয়ে রঘুনাথপুর সীমান্ত দিয়ে একজন দেশে আসছে। এই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে নগদ ৬৪ লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: নাটোরে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস, আটক ১৩
--------------------------------------------------------

তিনি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

রঘুনাথপুরে বিজিবি কমান্ডার মো. মামুনার রশিদ বলেন, তার কাছ থেকে মোট ৬৪ লাখ টাকা উদ্ধার করা হয় টাকাসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্দ্বীপে সুদের টাকার জন্য হাত-পা ভাঙলো ব্যবসায়ীর
বেনাপোল বন্দরে টানা ৫ দিন বন্ধ থাকবে আমদানি–রপ্তানি
‘৩০ ব্যবসায়ী গোষ্ঠীর দখলে শীতলক্ষ্যা নদী’
‘কেন্দ্রীয় ব্যাংকের নীতি পরিবর্তনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত’
X
Fresh