• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

যশোরে হুন্ডির ৩৩ লাখ টাকাসহ আটক ৪

যশোর প্রতিনিধি

  ২২ নভেম্বর ২০১৭, ১১:২০

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৩৩ লাখ হুন্ডির টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নড়াইলের নড়াগাতি থানার পানিপাড়া গ্রামের আনিছ শেখ (২৬), হাসিয়াল গ্রামের জীবন ফকির (২১), এনামুল শেখ (৩০) ও জয়নগর গ্রামের রিয়াদ শিকদার (১৯)।

শার্শা থানার ওসি এম মশিউর রহমান জানান, গোপন সূত্রে জানতে পারি পাচারকারীরা ভারত থেকে হুন্ডির টাকার একটি বড় চালান নিয়ে আসছে। চার পাচারকারী বেনাপোল থেকে ইজিবাইকে করে যশোরের দিকে যাচ্ছিলেন। পরে তাদের দেহ তল্লাশি করে পায়ের সঙ্গে বিশেষ কায়দায় বাঁধা ৩৩ লাখ ৫০ হাজার টাকা পাওয়া গেছে।

তিনি আরো বলেন, টাকাগুলো সরকারি কোষাগারে জমা দেয়া হবে। আটককৃতদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একসঙ্গে ৫০ জোড়া তরুণ-তরুণীর জাঁকজমকপূর্ণ বিয়ে
স্বামী-স্ত্রীকে সংঘবদ্ধভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
ইসি হাবিবের বক্তব্যের কড়া সমালোচনা দুদুর
যশোরে এলজিইডির কর্মশালা
X
Fresh